নিউইয়র্ক মাতালেন ‘গুরু’ জেমস
একই রকম চিত্র দেশের বাহিরেও তার কনসার্টে থাকে। তার ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর নিউইয়র্ক সিটির মেলরুজ হলে শো টাইম মিউজিকের আয়োজনে নগরবাউল জেমসকে নিয়ে একক কনসার্ট অনুষ্ঠিত হয়। গুরুর সুরের মূর্ছনায় নিউইয়র্কজুড়ে স্থানীয় বাঙ্গালি সঙ্গীতপ্রেমীদের ঢল নামে। রোববার ছুটির দিনে স্বরপরিবারে নগরবাউলের গান উপভোগ করেন তারা।
দীর্ঘ ১৬ বছর পর নিউইয়র্কে শো করেন নগরবাউল। পুরনো দিনের গান থেকে শুরু করে এ যুগের প্রতিটি গানকে এক অনন্যরূপ প্রদান করেন নগরবাউল জেমস।
শো টাইমের আলমগীর খান আলম বলেন, প্ল্যান ছিল এক মঞ্চে ব্যান্ড মিউজিকের দুই কিংবদন্তী আইয়ুব বাচ্চু ও জেমসকে নিয়ে একটি বড় আয়োজনের কনসার্ট করার।
আমরা অল্প কিছুদিন আগে আইয়ুব বাচ্চু ভাইকে হারিয়েছি। সত্যিই আজো বিশ্বাস হয় না তার এই চলে যাওয়া। বাংলা সংগীত জগতে বিশাল এক শূন্যস্থান সৃষ্টি হয়েছে। তবে দিনশেষে গুরু একাই মাতিয়ে দিলেন নিউইয়র্ক।
গ্র্যান্ড স্পন্সর হিসেবে ছিল উৎসব ডট কম, ক্যাসল হিল ও এনওয়াই ইন্সুরেন্স, শিফট ভিশন ডট কম।