নিউইয়র্কের বনফুল গ্রোসারীতে ডাকাতি, গুলিবদ্ধ রাসেল হাসপাতালে

135

নিউইয়র্ক (ইউএনএ):

বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের এস্টোরিয়ার বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ বাংলাদেশী রাসেল আহমেদের এলমার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিত অবস্থার উন্নতি হচ্ছে। এদিকে বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর রোববার বিকেল ২ট-৫টা পর্যন্ত বনফুল গ্রেসারীর সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।

Rasel Ahmed at Elmarst Hospital-2018জানা যায়, গত ১৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৮টার দিকে বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতরা গ্রোসারীর ক্যাশ থেকে নগদ ২০০০ ডলার লুট  করে নেয় এবং তাদের ধাওয়া করতে গিয়ে ডাকাত সদস্যের গুলিতে রাসেল আহমেদ নামে একজন গুলিবিদ্ধ হন। আহত রাসেল আশংকামুক্ত থাকলেও বর্তমানে এলমার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বা পায়ে একটি গুলি লাগে। তিনি বনফুল গ্রোসারীর স্বত্তাধিকারী সোহেল আহমেদের ছোট বোনের স্বামী। ঘটনার সময় তিনি গ্রোসারীতে অবস্থান করছিলেন।

বনফুল গ্রেসারীতে ডাকাতির ঘটনার ব্যাপারে স্থানীয় ১১৪ প্রিসেন্টে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত অব্যাত রাখলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। দুর্বৃত্তদের গ্রেফতার করতে নিউইয়র্ক সিটি পুলিশ প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ এবং বনফুল গ্রোসারী সহ আশপাশের সিউকিউরিটি ক্যামেরার ডিডিও ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গেছে।

অপরদিকে কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও কুইন্স বাংলাদেশ সোসাইটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন ইউএনএ প্রতিনিধি-কে জানান, বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনা, অর্থ লুট এবং একজন গুলিবিদ্ধ হওয়ায় আমরা প্রবাসী বাংলাদেশীরা উদ্বিগ্ন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাংলাদেশী-আমেরিকানদের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর রোববার বিকেল ২ট-৫টা পর্যন্ত বনফুল গ্রেসারীর সামনে (২৯-১১ ৩৬ এভিনিউ, এলআইসি) অনুষ্ঠিতব্য প্রতিবাদ সভায় সকল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.