নিউইয়র্কে একুশে গ্রন্থমেলার উদ্বোধন

182

অনলাইন ডেস্ক:অমর একুশে বইমেলায় যেতে পারেনি বলে মন খারাপ নিউইয়র্কবাসী অনেকের। তাদের জন্য সুখবর হল শুক্রবার থেকে জ্যাকসন হাইটসের মুক্তধারা কার্যালয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংবাদিক ও লেখক মনজুর আহমদ। যিনি গত ৫৭ বছর ধরে সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।21_NY_1-770x472শনিবার দ্বিতীয় দিনে থাকবে কবি শামস আল মমীনের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। রবিবার তৃতীয় দিনে লেখক আদনান সৈয়দের পরিচালনায় নতুন বই নিয়ে আলোচনা অনুষ্ঠান।21_NY_3 ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর একটায় জাতিসংঘ ভবনের সামনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।সংস্কৃতিকর্মী ফাহিম রেজা নুরের সঞ্চালনায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান অতিথি মনজুর আহমদ, লেখক হাসান ফেরদৌস, লেখক ফেরদৌস সাজেদীন, লেখক মনজুর আলী ননতু, নারী সংগঠক রানু ফেরদৌস, লেখক নাসরিন চৌধুরী, সংস্কৃতিকর্মী সেমন্তী ওয়াহেদ।21_NY_4

বক্তারা বলেন, বাংলা এখন পৃথিবীর চতূর্থ কথিত ভাষা। মান্দারিন, স্প্যানিশ, ইংরেজীর পরে বাংলার অবস্থান এখন। নিউইয়র্কে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন, স্কুল-হাসপাতাল-নির্বাচনী ব্যালটে যে বাংলার জয়জায়কার, তার সমস্ত কৃতিত্ব এককভাবে বাংলাদেশের বাঙালীর।উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন21_NY_2 আলোকচিত্রী শাহীদ রেজা নুর, লেখক ও সাংবাদিক দর্পণ কবির, সাংবাদিক সাখওয়াত হোসেন সেলিম, সাংবাদিক শাহবুদ্দিন সাগর,  মেজর মো: আহসান উল্লাহ (অব:), আবদুল্লাহ সাঈদ, শাহ এম এ সোবহান, জসীম সরকার, সেলিম আহমেদ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.