নিউইয়র্কে নওগাঁ সমিতির স্মরণীয় অনুষ্ঠান

222

নিউজবিডিইউএসঃ নওগাঁ ডিসস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ সরস্বতি পূজার আয়োজন করেছিল ১০ ফেব্রুয়ারি । নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে  অনুষ্ঠিত এমন পূজা এর আগে আমেরিকার মানুষ দেখেনি। ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে এই প্রথম আমেরিকায় কোনো সামাজিক  সংগঠন এমন সার্বজনীন পূজার আয়োজন করে। পুরো অনুষ্ঠানে কোনো বক্তব্য ছিলনা।10125853331132121332132111 বিকেলে আনুষ্ঠানিক পূজা শেষ করে রাত ১০ টা পর্যন্ত চলে আবহমান বাংলার গান। প্রবীন সাংবাদিক সৈয়দ  মোহাম্মদ উল্লাহ কমিউনিটির সম্মানিত বয়োজষ্ঠদেও সঙ্গে মঞ্চে উঠে বলেন, বাঙালি জাতি যে অসাম্প্রদায়িক তা প্রমাণ করেছে নওগাঁ জেলার মানুষ। আজ এখানে এসে মনটা ভরে গেলো নানান ধর্মেও মানুষের মধ্যে সম্প্রীতি দেখে। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সবাই শুধু মুখে বলে অসাম্প্রদায়িকতার কথা। আমরা গঠনতন্ত্রে বলেছি আমরা অসাম্প্রদায়িক সংগঠন। তাই তা কাজেও পরিণত করেছি। গত বছরও আমরা এই পূজার আয়োজন করেছিলাম। প্রতি বছরই আমরা সব ধর্মের উৎসব আয়োজনের চেষ্টা করব। সরস্বতী পূজা অনুষ্ঠানের আহ্বায়ক নিখিল কুমার মণ্ডল বলেন,পূজাটি যেন সব ধর্মের মানুষের মিলন মেলায় রুপান্তরিত হয়েছিল। নাফিসা নূর সাথির সঞ্চালনায় নিউ ইয়র্কের ১৪জন শিল্পী ২৮টি গান করেছেন। অন্তত দুইশ মানুষ মানুষ প্রসাদ গ্রহণ করছে, গান শুনছে। সব মিলিয়ে এই অপূর্ব সম্মিলন আমাদের উৎসাহিত করেছে আগামিতে আরো ভালো কাজ করার।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.