নিউইয়র্কে ‘নাটোর জেলা সমিতির’ থ্যাংকস গিভিং ডে উদযাপন

189

নিউইয়র্কে প্রবাসী নাটোর জেলা সমিতি ইউএসএ উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে থ্যাংকসগিভিং ডে। সংগঠনটি গত ২৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি হলে উদযাপন করে দিবসটি। অনুষ্ঠানটি পরিনত হয় নাটোর জেলাবাসীর মিলন মেলায়।  IMG_4144-770x472
সংগঠনের আহ্বায়ক মো. আবদুল খালেকের সভাপতিত্বে এবং সদস্য মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বৃহত্তর রাজশাহী জেলা সমিতির সভাপতি মো. হালিম, সিনিয়ার সহ সভাপতি মঞ্জুর আলম রবিন, সহ সভাপতি মজিব উদ্দিন জেন্টু, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর হোসেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, সমাজকর্মী আকবর আলী, আকরাম আলী, নাটোরের সন্তান মো. শাহীন আলম, মেজর (অব.) কাজী আবুল ফরিদ চৌধুরী, এডভোকেট কামরুজ্জামান, এবিএম সাদিক, নাজির উদ দৌলা, গোলাম আরিফ টিপু, কপিল চৌধুরী, এ ইসলাম মামুন প্রমুখ।


অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. সাফওয়ান আবদুল্লাহ। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিথি ও সংগঠনের কর্মকর্তারা এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পরে প্রবাসী নাটোর জেলাবাসীর হোম মেইড মজাদার বিভিন্ন খাবার সহ টার্কি ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজক কমিটির কর্মকর্তারা অতিথিদের ধন্যবাদ জানিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে নাটোর জেলাবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.