নিউইয়র্কে রাইটার্স ফোরামের বারবিকিউ পার্টি আগামী শনিবার
রশিদ, নিউইয়র্কঃ রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা এর সাহিত্য আসর উপলক্ষে বারবিকিউ (ঝলসান) পার্টি আগামী ১৯শে আগস্ট ২০১৭ শনিবার এই ঠিকানায় (১০৭-৪৯ ৭৫ স্ট্রীট,ওজনপার্ক,নিউইয়র্কে) অনুষ্ঠিত হবে। ফোরামের সদস্য সহ আগ্রহী লেখকরা স্বরচিত লেখা সহ আমন্ত্রিত। পঠিত সেরা তিনটি লেখার জন্য থাকছে পুরস্কার।
ঐ দিন বাদ জোহর থেকে বারবিকিউ পার্টি এবং বিকেল চারটায় শুরু হবে সাহিত্য আসর। অনুষ্ঠানে নিউইয়র্কের প্রবীণ সাহিত্যিক-সাংবাদিকরা মেহমান হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য যে ফোরামের পূর্বনির্ধারিত সাহিত্য আসর উপলক্ষে বারবিকিউ পার্টি আজ ১২ই আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু প্রতিকূল আবহাওয়া জনিত কারণে তা পরিবর্তন করে আগামী ১৯শে আগস্ট শনিবার করা হয়েছে।অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত সময় এবং স্থান অপরিবর্তিত।প্রোগ্রামটির তারিখ দুই দুইবার পরিবর্তনের জন্য কর্তৃপক্ষ একান্তভাবে দুঃখ প্রকাশ করেছেন।