নিউইয়র্কে সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা

182

নিউইয়র্ক (ইউএনএ):

বৃহত্তর সিলেটের সংসদীয় আসন-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)-এর জাতীয় ঐক্যফ্রন্ট তথা  বিএনপি’র ধানের শীষের প্রার্থী, সাবেক ছাত্রনেতা ফয়সল আহমেদ চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফয়সল আহমদ চৌধুরী আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক-কে বিজয়ী করতে প্রবাসী সকল বাংলাদেশী সহ দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। খবর ইউএনএ’র।

Faisal Ahmed Chow. Elec-16 Dec 2018 Pic-3
সিটির ওজনপার্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে গত ১৬ ডিসেম্বর রোবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। যুবনেতা আতিকুল হক আহাদ ও ছাত্রনেতা ফাহিম শাকিল অপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট ও জোটের আমন্ত্রিত অতিথিরা।

Faisal Ahmed Chow. Elec-16 Dec 2018 Pic-1যাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা কিনু চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র তথ্য সম্পাদক এম এ হাকিম, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতেন যুবদল নেতা বুরহান উদ্দিন, বেলাল আহমেদ, ইঞ্জিনিয়ার সায়েম, সাইফুল খান হারুন, উত্তম বনিক, খলকুর রহমার, হাসান আহমদ, শাহাবাজ আহমদ, আলমগীর হোসেন, সেলিম উদ্দিন, নাজিম চৌধুরী রিংকু, সুমন আহমদ, সুজন আহমদ, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার রশিদ আহমদ ও আহমেদ ওবায়দা, আব্দুস সামাদ, আলম চৌধুরী।

Faisal Ahmed Chow. Elec-16 Dec 2018 Pic-2
‘ফয়সল আহমদ চৌধুরী সমর্থক ফোরাম-ইউএসএর’ উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সিলেট থেকে টেলিফোন কনফারেন্সে অংশ নেন বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন, সরকারের শত বাধা-বিপত্তি, হামলা-মামলা স্বত্বেও সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের ভালোবাসায় লড়াই অব্যাহত রাখবেন। নির্বাচনে তিনি সবার সার্বিক সহরেযাগিতা ও দোয়া কামানা করেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্ট তথা বিএনপি দলীয় প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে প্রবাস থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.