নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সদস্যের আবেদনপত্র গ্রহনের সিদ্ধান্ত
শিবলী চৌধুরী কয়েস,নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সদস্য অন্তর্ভূক্তিসহ প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিস্ট বিষয়ক (দ্বৈত নাগরিকত্ব) সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৭ এপ্রিল শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত এ সভায় আরো বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কয়েস। আহ্বায়ক কমিটির সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ, মমিন মজুমদার ও আলমগীর সরকার সভায় উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি অনুষ্ঠিত ক্লাবের পূনর্মিলনী অনুষ্ঠানের আয়-ব্যয় হিসাব নিয়েও আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির সাংবাদিকদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধিসহ পেশাগত মর্যাদা জোরদার করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভূক্ত করারও সিদ্ধান্ত নেয়া হয় এবং এজন্য আগ্রহী সাংবাদিকদের ক্লাবের আবেদনপত্র সংগ্রহ করে সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া চলতি মাসের সুবিধাজনক সময়ে ‘বাংলাদেশে প্রবাসীদের নাগরিকত্ব’ বিষয়ে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।(প্রেসবিজ্ঞপ্তি)