নিউইয়ার্কে টাঙ্গাইলবাসী প্রবাসী মির্জা ফরহাদের ইন্তেকাল
নিউইয়র্ক (ইউএনএ):
প্রবীণ প্রবাসী আলহাজ মির্জা ফরহাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। গত ৬ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও এক কন্যা সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। খবর ইউএনএ’র।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাসকারী আলহাজ মির্জা ফরহাদের জন্মস্থান ও গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার গোপালপুর। ব্যক্তিগত জীবনে তিনি একজন সদালাপী, বন্ধুবৎসল ও পরপোকারী মানুষ ছিলেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গালবাসী গভীরভাবে শোকাগত। যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইবাসীদের প্রথম সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র তিনি অন্যতম উপদেষ্টা ছিলেন।
মরহুম মির্জা ফরহাদের সামাজে জানাজা পরদিন অর্থাৎ গত ৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা লং আইল্যান্ডের দারুল কুরান মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিপূর ষংখ্যব প্রবাসী টাঙ্গাইলবাসী সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। পর তার মরদেহ ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবর স্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ: আলহাজ মির্জা ফরহাদের ইন্তেকালে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এছাড়াও প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র সভাপতি বদরুজ্জামান পিকলু ও সাধারণ সম্পাদক শরীফ শিকদার, অন্যতম উপদেষ্টা খন্দকার আশেক শামীম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক মীর মাহবুবুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য সচিব আশরাফুল ইসলাম জঙ্গী, সাবেক সভাপতি ফরিদ খান, হাজী মোজাম্মেল হক ও আকতারুজ্জামান হ্যাপী প্রমুখ আলহাজ মির্জা ফরহাদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অপরদিকে টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ইনক’র সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সুলতান মাহমুদ, সাবেক আহ্বয়াক আব্দুস সালাম, সাবেক সভাপতি শামসুজ্জামান খান, রফিকুল ইসলাম, হারুনুর রশীদ বাবলু, মিজানুর রহমান খান আপেল, দেওয়ান আমিনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ও জাকির হোসেন প্রমুখ আলহাজ মির্জা ফরহাদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।