নিউজবিডিইউএস এর উপদেষ্টা পেলেন সাংবাদিকতায় সম্মাননা
জাহিদ রহমান,ওয়াশিংটনডিসিঃ আমেরিকার নিউ ইয়র্ক স্টেট এ্যাসেম্বলী থেকে সম্মাননা পেলেন নিউজবিডিইউএস এর উপদেষ্টা সাংবাদিক রফিক উজ্জামান। সাংবাদিকতায় এটা অনেক বড় সম্মাননা ( এ্যাওয়ার্ড ) আমেরিকার নিউ ইয়র্ক স্টেট এ্যাসেম্বলী থেকে একজন বাংলাদেশী সাংবাদিক এর জন্য এটা অনেক বড় প্রাপ্তি।
ধন্যবাদ- এ্যাসেম্বলীর প্রবীন সংসদ সদস্য ও ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের নেতা হোজে রিভারা এবং কমিউনিটি নেতা ও এডভোকেট ফর ইমিগ্রান্ট রাইটস্ মোহাম্মদ এন. মজুমদার সহ বাংলাদেশী-আমেরিকান ও অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দকে।
স্থানীয় সময় ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রংকসের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন নিউ ইয়র্ক স্টেট এ্যাসেম্বলীর প্রবীন সংসদ সদস্য ও ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের নেতা হোজে রিভারা। এ সময় কমিউনিটি নেতা ও এডভোকেট ফর ইমিগ্রান্ট রাইটস্ মোহাম্মদ এন. মজুমদার সহ বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ এবং ডেমোক্র্যাট দলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।