নিউজার্সির প্যাটারসনে ডেপুটি মেয়র বাংলাদেশি ফেরদৌস
সেলিম আহমেদ,নিউইয়র্কঃযুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশি-আমেরিকান ফেরদৌস হোসেন শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন । গত ২৬ অক্টোবর সিটি হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফেরদৌস হোসেন -কে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আন্দ্রে সাঈদ।
সিটির ফাইনান্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র হিসাবে ফেরদৌস হোসেন যখন শপথ নেন তখন তার সাথে পরিবারের অন্যান সদস্যদের পাশাপাশি সিটির ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলম্যান বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক, সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান, সিটি কমিশনার কবির আহমেদ’ শরীফ পুলিশ অফিসার মাইদুল ইসলাম শামীম, প্যাটারসন জন এফ কেনেডি হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দীন, নিউজার্সি ষ্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম, নিউজার্সি ষ্টেট যুবলীগের সহসভাপতি ইমরান হোসাইন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন , বিএ এস এল প্রেসিডেন্ট রুহেল হোসেন, প্যাটারসনের বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস আলীসহ তার শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন ।
ফেরদৌস হোসেনের জন্ম ও বেড়ে ওঠা নিউজার্সির প্যাটারসন সিটিতে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ প্যাটারসনের কমিনিটি এক্টিভিস্ট ফারুক হোসেনের ছেলে। আমেরিকায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ফেরদৌস হোসেনের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামে । তার চাচা মৌওলানা আব্দুল আহাদ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
উলেখ্য যে ফেরদৌস হোসেনই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ ওই পদে দায়িত্ব পালন করবেন।