নিউমোনিয়ায় আক্রান্ত কবি আল মাহমুদ
কিছু খেতে পারছিলেন না, এ অবস্থায় গত পরশু কবি আল মাহমুদকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন তার ছেলে-মেয়েরা। অবস্থা বুঝে চিকিৎসক কবিকে প্রথমে সিসিইউতে রাখেন। গতকাল শনিবার পরিস্থিতি খারাপের দিকে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে কবি আইসিইউতে চিকিৎসাধীন।
কবির অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার জ্যেষ্ঠ পুত্র মীর স্বপন জানান, বাবা ভালই ছিল, কিন্তু একটু ঠাণ্ডা লেগেছিল এবং পরে খেতে পারছিলেন না এটাই মনে করেছিলাম। এ অবস্থায় এখানে (হাসপাতালে) নিয়ে আসি। বাবার ডাক্তার নিউরোলজিস্ট অধ্যাপক আব্দুল হাই সাহেবের চিকিৎসাধীন আছেন তিনি।
কবির জ্যেষ্ঠ কন্যা আতিয়া মীর জানান, আজ (রোববার) সকালে অধ্যাপক আব্দুল হাই সাহেব বাবাকে ডেকেছিলেন এবং বাবা সাড়া দিয়েছেন। আগের চেয়ে একটু ভাল আছেন।
কনিষ্ঠ কন্যা ফাতিমা মীর জানান, আইসিইউতে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এর পর অবস্থার উন্নতি হলে বাবাকে এইচডিইউ অথবা সিসিইউতে দেয়া হবে বলে চিকিৎসক আমাদের ব্রিফ করেছেন।
কবির চতুর্থ ছেলে মীর মনির জানান, আমরা সব সময় বাবার পাশে আছি যাতে বাবার কোনো অসুবিধা না হয়।
হাসপাতালে কবির পাশে আছেন কবির কন্যা, পুত্র, পুত্রবধূ, জামাতা, নাতি, স্বজন ও শুভার্থীগণ।