নির্বাচনে আসছেন ৫৬ বিদেশি সাংবাদিক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর সংগ্রহ করতে ৫৬ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে আসছেন।
ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশে চলে আসছেন বলে জানা গেছে।
জানা যায়, বিবিসি, সিএনএন ও আল-জাজিরাসহ বিশ্বের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোর ৫৬ জন বিদেশি সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধন করেছেন।
বিদেশি সাংবাদিকরা ছাড়াও ভোটকেন্দ্র পরিদর্শন করবেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।
বিদেশি পর্যবেক্ষক আর দূতাবাস কর্মকর্তা মিলে ১৮৮ জন নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছেন।
বিদেশি পর্যবেক্ষক সংস্থা থেকে রয়েছে কমনওয়েলথ, ওআইসি, সার্ক, আইআরআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা রয়েছেন।