নির্বাচনে ফাউল গেম খেলার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

396

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে ফাউল গেম খেলার সুযোগ নেই। ফাউল গেম খেললে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে কোনো দল বা জোটের ফাউল গেম খেলার সুযোগ নেই।

image-120761-1544461585

তিনি সোমবার বিকালে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ বাগবাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণার প্রথম দিন এক বিশাল সমাবেশে এসব কথা বলেছেন। এ ছাড়াও ইউনিয়নের নির্ধারিত কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি।

সমাবেশে উন্নয়ন, নিরাপত্তা ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একটি ভোট চাওয়ার অধিকার রাখেন কি না মোহাম্মদ নাসিমের এমন প্রশ্নের জবাবে সমাবেশে উপস্থিত সবাই সম্মিলিত কণ্ঠে হ্যাঁসূচক উত্তর দিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় যারা অন্য দল করেন তাদেরও ভোট নষ্ট না করে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এদেশের মানুষকে উন্নয়ন দিয়েছেন, বিশ্বে মর্যাদার আসনে বসিয়েছেন। বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক। বক্তব্য রাখেন, মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিণ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, শহিদুল ইসলাম মানিক ও মনজুর মোরশেদ খান সজল।

মোহাম্মদ নাসিম বক্তৃতার একপর্যায়ে নিজেই নৌকা মার্কার স্লোগান তোলেন এবং ৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ভোটকেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, জনগণ থাকবে পাহারায়। কোনো ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না। ১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল, দেশের সাধারণ মানুষ এ কথা আজও ভোলেনি। এ দেশের মানুষ ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.