নির্বাচনে ১১টি দলের প্রতীক হবে ‘ধানের শীষ’
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বে। বুধবার বিকেলে নির্বাচন কমিশনকে এ বিষয়ে চিঠি দিয়েছে বিএনপি।
নিবন্ধিত দলগুলো হলো বিএনপি, গণফোরাম, এলডিপি(কর্নেল অলি আহমেদ), জেএসডি(আবদুর রব), বিজেপি(পার্থ), কৃষক শ্রমিক জনতা লিগ(কাদের সিদ্দিকী), খেলাফত মসলিস, জাগপা, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লিগ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
নির্বাচন কমিশনকে দেয়া চিঠিতে উপরোক্ত ১১ টি দলের নাম উল্লেখ করেছে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চিঠিটি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল।