নির্বাচন আর না পেছানোর আহ্বান বি. চৌধুরীর

481
নির্বাচন না পেছানোর আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

১৫ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে বি চৌধুরীর বারিধারার বাসভবনে বিএনপি নেতা কুলাউড়া আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য এম এম শাহীনের বিকল্প ধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বি. চৌধুরী এ আহ্বান জানান।G8WJ1r7fK0q4

বি. চৌধুরী বলেন, ‘দেশে এখন নির্বাচনের উৎসব চলছে, তাই এই উৎসবের পরিবেশ নষ্ট করা যাবে না। নির্বাচন আর পেছানো যাবে না। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে জন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে, তারা এখন সরকারের কাছে দায়ী নন। কমিশন একশত ভাগ স্বাধীন।’

বিএনপি অফিসের সামনে বুধবারের সহিংসতার   কথা উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘এটা পরিকল্পিত বা দুর্ঘটনা কি না, তাতে সন্দেহ আছে। কেন সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এর পিছনে কী কারণ আছে, এটা কি নির্বাচন নস্যাৎ করার ষড়যন্ত্র—এটা তদন্তে কমিশন গঠন করতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, মাহী বি চৌধুরী, সদ্য বিকল্প ধারায় যোগদানকারী বিএনপি নেতা এম এম শাহীন, মো. নজিবুল্লাহ মজনু, মুনিরুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.