‘নির্বাচন পর্যন্ত ইজতেমার ময়দান থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসছে জাতীয় নির্বাচন পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দান পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর আলোচনা করে সময় নির্ধারণ করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারি আহত হয়।
এ ঘটনায় শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তাবলিগের দুই গ্রুপের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা হয়।
সভায় সভপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সা’দ ও ইব্রাহিম দুই গ্রুপের সংঘর্ষের ঘটানায় বিবাদ নিষ্পত্তি করতে ডাকা হয়েছিল এ সভা।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে তদন্ত চলবে অপরদিকে এ সময়ের মধ্যে দু’গ্রুপের বিবাদ নিষ্পত্তি করার উদ্যোগও নেয়া হবে।
সভায় মাওলানা সা’দ এর সমর্থিত গ্রুপের ওয়াসিফুর ইসলাম ও ইব্রাহিম দৌলা সমর্থিত গ্রুপের মাওলানা জুবায়ের হোসেনের পক্ষে আশরাফ আলী ও আব্দুল কুদ্দুস সভায় অংশ নেন।
প্রায় আড়াই ঘণ্টার সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ উপস্থিত ছিলেন।