নির্বাচন বানচাল করতে পুলিশের ওপর হামলা: কাদের

452

বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা করে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

23842b08b5ce4954e84c2edc8a7f57b6-5b92b966f2748

এর আগে দুপুরে নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও প্যালেট বুলেট (ছররা গুলির মতো) ছোড়ে।

এ ঘটনার পরই আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, তিনি বলেছেন, মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়, তা দেখবে আওয়ামী লীগ।

তিনি বলেন, এ উসকানি কারা দিল? তাহলে কি নির্বাচন পেছানোর জন্য তারা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে? নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

তিনি বলেন, বিএনপি কি জানান দিল যে ২০০১, ২০১৪–এ যেটা করেছে, সেটাই করবে?

আওয়ামী লীগ এই নেতা বলেন, আজ সেটাই প্রমাণ হয়েছে। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.