নির্মাতা সালাউদ্দিন লাভলু হাসপাতালে

638

হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু। রোববার (১৭ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

salauddin-bg-20190217233302

ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন জানান, সালাউদ্দিন লাভলুকে সন্ধ্যা ৭টায় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনার রক্তের প্লাটিলেট কমে গেছে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

আরেক চলচ্চিত্র নির্মাতা এস এম কামরুজ্জামান জানান, হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে সালাহউদ্দিন লাভলুকে। হাসপাতালেই আছেন। তবে, ভালো আছেন তিনি।

বাংলাদেশের টিভি নাটকের একজন জনপ্রিয় নাট্য নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসেবে সকলের কাছে অতি পরিচিত তিনি। ১৯৬২ সালের ২৪ শে জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এ নির্মাতা। ১৯৭৯ সালে ঢাকায় আসেন। ঢাকায় এসে আরণ্যেক নাট্যদলে যোগদান করেন। তার পরিচালিত প্রথম নাটক দ্বিচক্রযান (১৯৯৭)।

সালাউদ্দিন লাভলু পরিচালিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ভবের হাট, গরু চোর, চাক্কুওয়ালী, সার্ভিস হোল্ডার, তৃতীয় পুরুষ, ঢোলের বাদ্য, বংশ রক্ষা, শীল বাড়ি, সুখ-অসুখের সালতামামী, চোর ফাঁদ, ব্যস্ত ডাক্তার, পত্রমিতালী, গাধা নগর, রঙ্গের মানুষ, বাহাদুর ডাক্তার, শালিস সমাচার।

সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লা বাড়ীর বউ’ সিনেমাটি এ যাবত কালের দেশের উল্লেখযোগ্য ব্যাবসা সফল ছবিগুলোর মধ্যে একটি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.