নিয়মিত চ্যাট করি: পড়শী
বিনোদন ডেস্ক : ক্ষুদেগানরাজ খ্যাত ও এই সময়ের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী সাবরিনা পড়শী। বর্তমানে শুধু প্লেব্যাক নিয়ে কাজ করছেন। সম্প্রতি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতে পড়শি বলেন। অ্যাপ ছাড়া আমি একদিনও চলতে পারি না। ভাইবারে নিয়মিত পাবলিক চ্যাট করি।
পড়শি আরো বলেন, ফেসবুকের চেয়েও হোয়াটসঅ্যাপ ও ভাইবার আমার খুব প্রিয়। এ দুই অ্যাপ ছাড়া আমি একদিনও চলতে পারি না। ভাইবারে নিয়মিত পাবলিক চ্যাট করি। আর ভাইবার আমার কাছে মনে হয়, যোগাযোগের অনেক ভালো মাধ্যম। বন্ধুদের সঙ্গে আমি ভাইবারে কথা বলতে পছন্দ করি। তবে ভাইবারে পিকচার নিয়ে খেলতে ভালো লাগে আমার। ভাইবারে এক মাস পর পর নতুন নতুন পিকচারের কার্টুন পাওয়া যায়। পিকচার দিয়েই সবার সঙ্গে আলাপ ভালো জমে ওঠে আমার। বিষয়টি আমি খুব উপভোগও করি।