নেহরু কোটে প্রতিদিন একটি গোলাপ লাগাতেন কেন?

240

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। পরবর্তী সময়ে তার মেয়ে ইন্দিরা গান্ধী ও নাতি রাজীব গান্ধী, সেই পরম্পরা বজায় রেখেছিলেন এ দেশের রাজনৈতিক মঞ্চে।

Nehru rose mystry

জওহরলাল নেহরুর স্টাইল-স্টেটমেন্ট থেকেই ‘জহর কোট’ পরতে শুরু করেন ভারতবাসী। তবে, তার মতো কোটে লাল গোলাপ হয়তো কেউ লাগান না।

ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা জানায়, কয়েক দিন আগে ভারতের জাতীয় কংগ্রেস তাদের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করেছিল। #ThrowbackThursday-এর অন্তর্গত পণ্ডিত জওহরলাল নেহরুর ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়, কেন তিনি প্রতি দিন একটি লাল গোলাপ লাগাতেন তার জামায়।

পণ্ডিত নেহরুর স্ত্রী কমলা নেহরু, দীর্ঘ রোগভোগের পর ১৯৩৮ সালে মারা যান। স্ত্রীকে স্মরণ করেই তিনি লাল গোলাপ লাগাতেন জামায়। এই পোস্টে এক অকথিত প্রেমকাহিনি উঠে আসে সবার সামনে। উঠে এল পণ্ডিত নেহরুর এক অন্য পরিচয়।

স্বাভাবিকভাবেই মানুষের মন জয় করে নেয় পোস্টটি। প্রসঙ্গত, প্রতি সপ্তাহেই এমন নানা দুর্লভ ছবি শেয়ার করা হচ্ছে এইএনসি-র পাতায়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.