নওগাঁও জেলার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসাহাক হোসেন (৬৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক বুলবুল হোসেন এ প্রতিবেদককে জানান, রাত পৌনে ১০টার দিকে বাড়ির সামনে প্রাইভেটকার থেকে নামছিলেন ইসাহাক হোসেন। এসময় পূর্বে ওৎ পেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে তার প্রাইভেটকার চালকও আহত হন।
তিনি জানান, এসময় আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক বুলবুল আরো জানান, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন ইসাহাক। কার্যালয় থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার হবে।