পরিচয় মেলেনি গাজীপুরে নিহত ছয় জঙ্গির…

202

নিউজবিডি ইউএসডেস্কঃ

গাজীপুরের পাতারটেকে নিহত সাত জনের মধ্যে শুধু নব্য জেএমবির সামরিক

কমান্ডার ফরিদুল ইসলাম আকাশের পরিচয়ই নিশ্চিত করতে পেরেছে পুলিশ। বাকি ছয় জন সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি। তাদের বিষয়ে কিছু বলতে পারছে না স্থানীয়রাও। কার মাধ্যমে ও কীভাবে জঙ্গিরা বাসাটি ভাড়া নিয়েছিলো সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

hamlar-chobi

গত আগস্টে গাজীপুরের পাতারটেকের বাড়িটির দোতলার ফ্ল্যাটে উঠেন নব্য জেএমবি কমান্ডার আকাশ ও তার সহযোগীরা। তবে, গত দুমাসে স্থানীয়দের চোখে পড়েনি ফ্ল্যাটটির বাসিন্দারা। আশপাশের লোকজনকে তারা এড়িয়ে চলতো বলেও জানিয়েছে অনেকে।

শনিবার কাউন্টার টেররিজম ইউনিটের অপারেশন শরতের তুফানের পরই এলাকাবাসী জানতে পারে ফ্ল্যাটটি আস্তানা গেড়েছিলো জঙ্গিরা। এদিকে নিহত সাত জঙ্গির মধ্যে শুধু আকাশের পরিচয়ই নিশ্চিত করেছে পুলিশ। অভিযান চলার সময় জঙ্গিরা তাদের সব জিনিসপত্রই নষ্ট করে ফেলেছে। জঙ্গিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছেন ভবন মালিকের ভাই। কার মাধ্যমে এবং কীভাবে জঙ্গিরা বাসাটি ভাড়া নিয়েছিলো সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.