পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ বানাচ্ছে চীন

163

পরীক্ষিত মিত্র পাকিস্তানের জন্য সবচেয়ে উন্নত প্রযুক্তির চারটি যুদ্ধজাহাজ তৈরি করছে চীন। বেইজিং মনে করে, ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানের হাতে এই যুদ্ধজাহাজ থাকা দরকার।

china

গতকাল বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যমের মতে, এই চারটি জাহাজ দুই দেশের মধ্যে এক বিপুল অঙ্কের প্রতিরক্ষা চুক্তির অংশ। জাহাজগুলো চীনা নৌবাহিনীর আধুনিক ‘মিসাইল ফ্রিগেট’শ্রেণির জাহাজেরই একটি সংস্করণ। সেগুলো যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আবার আকাশ প্রতিরক্ষার কাজও করতে পারে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলেছে, চীনা জাহাজ প্রস্তুতকারী সংস্থাকে উদ্ধৃত করে দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক জলপথকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে পাকিস্তানের পাশে রয়েছে চীন। এই জাহাজগুলো পাকিস্তানি নৌবাহিনীর শক্তিবৃদ্ধি করবে।

ইতিমধ্যেই পাকিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর গদরে বিপুল অর্থ বিনিয়োগ করেছে চীন। একই সঙ্গে আফ্রিকার জিবুতি ও শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরও রয়েছে বেইজিংয়ে হাতে।

এদিকে, ভারত মহাসাগরীয় এলাকায় চীনের আগ্রাসী নীতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ।

আর পাক নৌবাহিনীর শক্তি বৃদ্ধি ভারত মহাসাগরে চীনের আগ্রাসী কৌশলেরই অঙ্গ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.