পাকিস্তানে ভালোবাসা দিবস নিষিদ্ধ, পালিত হবে ‘বোন দিবস’
এই আদেশ বাস্তবায়নের জন্য ইসলামাবাদের চিফ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া কেউ যদি এই দিবস পালন করে তাহলে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাকিস্তানের টিভি চ্যানেলগুলোও যাতে এই আদেশের বাস্তবায়ন করে সেজন্য ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেটরি অথরিটিকেও নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি সিস্টারস ডে পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের স্কার্ফ ও আবায়াহ (বোরকার মতো এক ধরনের পোশাক) উপহার দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।