পাহাড়ে ‘নায়লা নাঈম’

934

1448368569.বিনোদন ডেস্ক : বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেত্রী নায়লা নাঈম। তাকে নিয়ে সব সময় যেন আলোচনা হতেই থাকে মিডিয়া গুলোতে। সম্প্রতি শুরু হয়েছে নাট্যনির্মাতা মিনহাজ অভির পরিচালনায় ‘মেঘকন্যা’ ছবির শুটিং। ছবিতে লায়লা নাঈম ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও নিঝুম রুবিনা। এরই মধ্যে পদ্মার তীরে অবস্থিত রাজবাড়িতে ছবিটির প্রথম লটে কয়েকদিন শুটিং হয়েছে।
আগামী ২ ডিসেম্বর আবারো শুরু হচ্ছে এর শুটিং। কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে টানা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এবারের শুটিংয়ে ফেরদৌস ও নিঝুম রুবিনা ছাড়াও ক্যামেরার সামনে দেখা যাবে আইটেম-কন্যা নায়লা নাঈমকে। কারণ, ছবিটির পাঁচটি গানের মধ্যে একটি আইটেম গানে পারফর্মের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন নায়লা।
এ বিষয়ে বিডি টুয়েন্টিফোর লাইভ বিনোদন বিভাগ থেকে মুঠফোনে জানতে চাইলে নায়লা নাঈম বলেন, এই ছবির মোট পাঁচটি গানের মধ্যে তিনটি গান এবং কিছু সিকোয়েন্সের শুটিং হবে এই পর্যায়ে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। বান্দরবানের নীলাচল পাহাড়ের ওপর গানটির আইটেম সংটি পারফর্ম করবো আমি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.