পিতামাতার জন্য দোয়া

618

Pita-mata

 

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত আছে যে, একদিন রাসূলে করিম (সাঃ) মসজিদে নবুবীতে বসে বলেছেন, যে ব্যক্তি (নিম্নের দোয়া) এই দোয়া একবার পাঠ করবে, আল্লাহ্ তা’আলা তাকে তার পিতা-মাতার হক আদায় করার সমান সওয়াব দান করবেন। “সুবহানআল্লাহ্” অর্থাৎ কেহ যদি নিজ পিতা-মাতার হক পুংখানুপুংখরূপে আদায় করে, তাহলে সে যেরূপ সওয়াবের অধিকারী হবে তদরূপে উক্ত দোয়া একবার ভক্তিসহকারে পাঠ করলে আল্লাহ্ তা’আলা তাকে অনুরূপ সওয়াব দান করবেন, ”সুবহানআল্লাহ্”। দোয়াটি হলো- ”আলহামদু লিল্লাহি রাব্বিস্ সামাওয়াতি ওয়া রাব্বিল আ’লামীন, ওয়া লাহুল কিবরিয়াউ ফিস্ সামাওয়াতি ওয়াল্ আরদি। ওয়া হুওয়াল আ’যীযুল হাকীম। আলহামদু লিল্লাহি রাব্বিস্ সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি ওয়া রাব্বিল আ’লামীন। ওয়া হুওয়াল আযমাতু ফিস্ সামাওয়াতি ওয়াল্ আরদি। ওয়া হুওয়াল আযীযুল হাকীম,লিল্লাহিল হামদু রাব্বিস্ সামাওয়াতি ওয়াল্ আরদি ওয়া রাব্বিল আ’লামীন। ওয়া লাহুন্ নূরু ফিস্ সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আ’যীযুল হাকীম। আল্লাহ্ তুমি আমাদের প্রতি দিন এই দোয়াটি আমল করার তৌফক দিও, -আমিন।

 

নিউজবিডিইউএস/বান্না/ডিসেম্বর ২৪, ২০১৫ ইং

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.