পিপলএনটেক এর বিজনেস এনালিস্ট কোর্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশি মালিকানাধিন আইটি প্রশিক্ষণ ইন্সিটিউট পিপলএনটেক প্রথমবারের মত নিয়ে এসেছে বিজনেস এনালিস্ট কোর্স। তাদের আয়োজনে পিপলএনটেক এর ভার্জিনিয়া ক্যাম্পাসে গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বিজনেস এনালিস্ট কোর্স শীর্ষক সেমিনার। সেমিনারটিতে ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, বাংলাদেশ ও কানাডা থেকে প্রায় ২০০ জন আগ্রহি শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলএনটেক এর সিইও জনাব আবু বকর হানিপ, প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং বিজনেস এনালিস্ট কোর্সের ইন্সট্রাক্টর আইশা আখতার যিনি গত ১০ বছরেরও অধিক সময় ধরে যুক্তরাষ্ট্রে একজন সফল হেলথ কেয়ার ডোমেইন আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছেন।
সিইও জনাব হানিপ বলেন, “আমরা আমাদের পরিসর উত্তরোত্তর বৃদ্ধি করছি এবং শিক্ষার্থী, আমেরিকান নাগরিক ও অভিবাসীদের জন্য বিভিন্ন আইটি কোর্স চালু করছি। আমরা খুবই গর্বের সাথে বলতে পারি আমরা এ পর্যন্ত প্রায় ৫০০০ এরও অধিক মানুষকে আইটি প্রশিক্ষন দিয়ে তাদের চাকুরি প্রদান করেছি। বর্তমানে আমাদের ইন্সিটিউট সফটওয়ার টেস্টিং, ডাটাবেস এডমিনিস্ট্রাশান, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস এনালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট প্রোফেসনাল প্রভৃতি কোর্স প্রদান করছে। আপনারা নিশ্চয় জেনে থাকবেন বিজনেস এনালিস্টদের এখন ইউএস চাকুরি বাজারে খুব চাহিদা। একজন বিজনেস এনালিস্ট এখন শুধু অর্ডার গ্রহন বা কাস্টমার সার্ভে ই করেন না বরং তারা এখন ক্লায়েন্ট এর সাথে যোগাযোগ, ডেভেলপারদের সাথে কাজ করেন এবং যেকোনো বিজনেস সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। আমরা যে কোর্সটি অফার করছি এতে নির্বাচিত শিক্ষার্থীকে কোন টিউশন ফী দিতে হবে না, বরং দুই মাসব্যাপী এই কোর্স তাদেরকে চাকুরি বাজারের জন্য উপযুক্ত করে গড়ে তুলবে।“
পিপলএনটেক তাদের নতুন ব্যাচ নিয়ে আশাবাদী। এই কোর্সের কারিকুলাম এবং শিক্ষণ পদ্ধতিকে সাজানো হয়েছে রিয়েল লাইফ প্রোজেক্টগুলোর আদতে। কোর্সে শিক্ষার্থীরা হাতে কলমে প্রশিক্ষণ পাবে একই সাথে তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে রয়েছে টিউটরিং, মেন্টরিং ও মক ইন্টারভিউ সেশন। কোর্সটি সম্পর্কে আর জানতে ফোন করুন +১(৮৫৫) ৫৬২–৭৪৪৮
পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি। পিপলএনটেক এর শিক্ষন-শিখন ও জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও জনাব হানিপ সাম্প্রতিক সময়ে কমুনিটিতে তাঁর অবদানের জন্য নিউ ইয়র্ক স্টেট সিনেটর রুবেন ডিয়ায কর্তৃক প্রশংসিত হয়েছেন।