পুলিশ এখন প্রকাশ্যে ঘুষ খায় না: ডিএমপি কমিশনার

494

পুলিশে প্রকাশ্যে ঘুষ খাওয়া, চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

police-home

তিনি বলেন, অতীতে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন, ৫৪ ধারায় গ্রেফতার করে পেন্ডিং মামলায় চালান করা, প্রকাশ্যে ঘুষ নেয়াসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া যেত৷

কমিশনার বলেন, পুলিশের এসব অপকর্মের সঙ্গে কোনো কোনো সাংবাদিকেরও যোগসাজশ ছিল। এখন আর এসব নেই, বন্ধ হয়েছে। হলুদ সাংবাদিকতা যাদুঘরে চলে গেছে। এখন পুলিশ ঘুষ খেলেও তা খায় চুরি করে, অত্যন্ত গোপনে।

রোববার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকার পুলিশ কমিশনার এসব কথা বলেন।

কমিশনার বলেন, অতীতে সাংবাদিকদের সাথে তুচ্ছ ঘটনায় পুলিশের মনমালিন্যের ঘটনা ঘটলেও এখন এগুলো শুধুই অতীত। এখনকার সম্পর্ক অনেক চমৎকার। বর্তমানে সাংবাদিকতা পেশায় আমূল পরিবর্তন এসেছে।

 তিনি বলেন, নবীন, কর্মঠ ও শিক্ষিত তরুণরা সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন। যা সাংবাদিকতা পেশার জন্য ভালো দিক। আমাদের অনেক আন্তর্জাতিক মানের ভাল সাংবাদিক রয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করব। ডিএমপি’র সর্বোচ্চ সমর্থন আপনাদের পাশে থাকবে।

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল খায়ের বলেন, ক্র্যাব পুলিশের সাথে পরিবারের মত কাজ করে যাচ্ছে। পুলিশের সাথে মিডিয়ার সম্পর্ক খুবই চমৎকার। আধুনিক যুগে পুলিশের সাথে মিডিয়ার যে সম্পর্ক তা ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে। আমরা আশা করি আমাদের এই কমিটি চলমান সময়ে পুলিশের সাথে ভাল সম্পর্ক বজায় রেখে কাজ করবে। আমরা দেশের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে লিখি। আর পুলিশ বরাবরের মতোই দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সাহায্য করে যাবে বলে আশা করছি।

এ সময় ক্র্যাবের সাধারণ সম্পাদক দিপু সরোয়ার, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.