পৌর নির্বাচন: আ.লীগের নিরঙ্কুশ জয়

992

নিউজবিডিইউএস ডেস্কঃ

 

পৌরসভা নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। বুধবার একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। ভোট শেষে শুরু হয় গণনা।

 

 

ভোট গণনা শেষে ২৩৪টি পৌরসভার মধ্যে ২৩৩টি পৌরসভার ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৭২ পৌরসভাতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছে ২৫টি পৌরসভায়। এছাড়া ১৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী, একটিতে জাতীয় পার্টি (জাপা) এবং জামায়াতের দু’জনসহ ৮টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতটি পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। একটি পৌরসভার কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় ওই পৌরসভার বেসরকারি ফল প্রকাশ করা হয়নি।

 

আড়ানী (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মুক্তার আলী নৌকা প্রতীকে ৫ হাজার ১৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তোজাম্মেল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭১৬ ভোট।

 

গোদাগাড়ী (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মনিরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে ১০ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৯৮ ভোট।

 

কাঁকনহাট (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবদুল মাজিদ নৌকা প্রতীকে ৫ হাজার ৮০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪২৮ ভোট।

 

কেশরহাট (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী শহিদুজ্জামান শহীদ নৌকা প্রতীকে ৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯৯৬ ভোট।

 

ভবানীগঞ্জ (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবদুল মালেক মণ্ডল নৌকা প্রতীকে ৫ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।

 

তাহেরপুর (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ৭ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আ ন ম শামসুর রহমান মিন্টু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮১ ভোট।

 

কাটাখালী (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আব্বাস আলী নৌকা প্রতীকে ৬ হাজার ৬৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) মাজেদুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট।

 

নওহাট্টা (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী শেখ মকবুল হোসেন ধানের শীষ প্রতীকে ১২ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারী খান নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৭৯ ভোট।

 

চারঘাট (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল ধানের শীষ প্রতীকে ৭ হাজার ৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নার্গিস খাতুন নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৯৬ ভোট।

 

দুর্গাপুর (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে ৭ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান শান্টু পেয়েছেন ৪ হাজার ৭২৯ ভোট।

 

পুঠিয়া (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী আসাদুল হক ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রবিউল ইসলাম রবি নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট।

 

মুণ্ডুমালা (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রব্বানী নৌকা প্রতীকে ৬ হাজার ৪৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফিরোজ কবির পেয়েছেন ৪ হাজার ৪৫ ভোট।

 

তানোর (রাজশাহী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী মিজানুর রহমান ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইমরুল হক রবি নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৮৪ ভোট।

 

নাটোর: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী উমা চৌধুরী জলি নৌকা প্রতীকে ২০ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৮১ ভোট।

 

নলডাঙ্গা (নাটোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শফির উদ্দিন মণ্ডল নৌকা প্রতীকে ৩ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্বাস আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৯৫ ভোট।

 

সিংড়া (নাটোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস নৌকা প্রতীকে ১৪ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শামিম আল রাজি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৪৭ ভোট।

 

গুরুদাসপুর (নাটোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহনেওয়াজ আলী নৌকা প্রতীকে ৯ হাজার ৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫ হাজার ৪৯১ ভোট।

 

বরাইগ্রাম (নাটোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল বারেক সর্দার নৌকা প্রতীকে ৪ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শরীফুল ইসলাম মুক্তা পেয়েছেন ৩ হাজার ৮১ ভোট।

গোপালপুর (নাটোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মোলাম শীষ প্রতীকে ৪ হাজার ৯১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রোখসানা মোর্ত্তজা লিলি নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।

 

কিশোরগঞ্জ: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. পারভেজ মিয়া নৌকা প্রতীকে ২২ হাজার ৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাঝহারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮৫৯ ভোট।

 

হোসেনপুর (কিশোরগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাইয়ুম খোকন নৌকা প্রতীকে ৪ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন হাসু পেয়েছেন ৪ হাজার ৭৩৪ ভোট।

 

বাজিতপুর (কিশোরগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন নৌকা প্রতীকে ১০ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এহসান কুপিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট।

 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল হাসান কাজল নৌকা প্রতীকে ৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাফি মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৮০ ভোট।

 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো. কাইয়ুম জগ প্রতীকে ১০ হাজার ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯১৬ ভোট।

 

ভৈরব (কিশোরগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ নৌকা প্রতীকে ৩০ হাজার ৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাজী শাহীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৭৪ ভোট।

 

কটিয়াদী (কিশোরগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম ভূইয়া ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী শওকত ওসমান নৌকা প্রতীকে ১২ হাজার ৯৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৪৪ ভোট।

 

জামালপুর: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি নৌকা প্রতীকে ৫৩ হাজার ৯১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেস আলী মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৬০ ভোট।

 

সরিষাবাড়ী (জামালপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রোকনুজ্জামান নৌকা প্রতীকে ১৮ হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফয়জুল কবির তালুকদার শাহীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৩২ ভোট।

 

ইসলামপুর (জামালপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আব্দুল কাদের শেখ নৌকা প্রতীকে ৯ হাজার ৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল করিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৬৮ ভোট।

 

দেওয়ানগঞ্জ (জামালপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহনেওয়াজ শাহান শাহ নৌকা প্রতীকে ১৬ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মো. নুরুন্নবী অপু পেয়েছেন ২ হাজার ১৪৯ ভোট।

 

মেলান্দহ (জামালপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শফিক জাহেদী রবিন নৌকা প্রতীকে ৯ হাজার ১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাজী দিদার পাশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৬০ ভোট।

 

মাদারগঞ্জ (জামালপুর): মাদারগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

 

শেরপুর: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া নৌকা প্রতীকে ২৩ হাজার ৪০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক আশীষ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১৪০ ভোট।

 

নলিতাবাড়ী (শেরপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক বাক্কার নৌকা প্রতীকে ৪ হাজার ৭২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৭১ ভোট।

 

শ্রীবরদী (শেরপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু সাঈদ নৌকা প্রতীকে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল হাকিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৭৭ ভোট।

 

নকলা (শেরপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ হাফিজুর রহমান লিটন নৌকা প্রতীকে ৭ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিক পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট।

 

নান্দাইল (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা মো. শাহানুর আলম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া নৌকা প্রতীকে ৯ হাজার ২৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজিজুল ইসলাম বিপুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩৬ ভোট।

 

ত্রিশাল (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) এবিএম আনিসুজ্জামান ৭ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৮২ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. জাহিদুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭৯ ভোট।

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা রাজিব কুমার সরকার ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) আব্দুস সাত্তার কমান্ডার ৭ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৩৬ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী ফিরোজ আহমেদ বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট।

 

গফরগাঁও (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকবাল হোসেন সুমন নৌকা প্রতীকে ১২ হাজার ৭১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮৯ ভোট।

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কিবরিয়া নৌকা প্রতীকে ৭ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) চান মাহমুদ পেয়েছেন ৪ হাজার ৯৮ ভোট। বিএনপি প্রার্থী ওমর ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৮ ভোট।

 

ভালুকা (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী একেএম মেজবাউদ্দিন কাইয়ুম নৌকা প্রতীকে ৯ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাতেম আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।

 

গৌরীপুর (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৭ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মো. শফিকুল ইসলাম হবি পেয়েছেন ৪ হাজার ১৫০ ভোট।

 

ফুলপুর (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী আমিনুল হক ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৮৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী শশ ধর সেন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৯২ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।

 

মুক্তাগাছা (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৯ হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) আতাউর রহমান লেলিন লাঙল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪১৫ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পী পেয়েছেন ৪ হাজার ৭১০ ভোট।

 

নেত্রকোণা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নজরুল ইসলাম খান নৌকা প্রতীকে ২৬ হাজার ৬৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মনিরুজ্জামান দুদু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮৮৪ ভোট।

 

মদন (নেত্রকোণা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী আব্দুল হান্নান তালুকদার ৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসরিকুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫০ ভোট।

 

মোহনগঞ্জ (নেত্রকোণা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী লতিফুর রহমান রতন নৌকা প্রতীকে ৮ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহবুবুন্নবী শেখ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৬২ ভোট।

 

দুর্গাপুর (নেত্রকোণা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুস সালাম নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জামালউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩১৮ ভোট।

 

কেন্দুয়া (নেত্রকোণা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থীআসাদুল হক ভূঞা নৌকা প্রতীকে ৭ হাজার ৭১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট।

 

টাঙ্গাইল: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জামিলুর রহমান মিরন নৌকা প্রতীকে ৪৯ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক সানু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৪২ ভোট।

 

ভূঞাপুর (টাঙ্গাইল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদ নৌকা প্রতীকে ৫ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবদুল খালেক মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৯৫ ভোট।

 

গোপালপুর (টাঙ্গাইল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রকিবুল হক ছানা নৌকা প্রতীকে ২১ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩২ ভোট।

 

ধনবাড়ী (টাঙ্গাইল): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিমি ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খন্দকার মনজরুল ইসলাম তপন নৌকা প্রতীকে ১১ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম এ সোবহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৩ ভোট।

 

মির্জাপুর (টাঙ্গাইল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহাদৎ হোসেন সুমন নৌকা প্রতীকে ৯ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হযরত আলী মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।

 

মধুপুর (টাঙ্গাইল): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাসুদ পারভেজ নৌকা প্রতীকে ২২ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট।

 

কালিহাতী (টাঙ্গাইল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী আলী আকবর ধানের শীষ প্রতীকে ৯ হাজার ১৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী বি.কম নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৪৪ ভোট।

 

সখীপুর (টাঙ্গাইল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু হানিফ আজাদ নৌকা প্রতীকে ৯ হাজার ৬৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন সজীব পেয়েছেন ৪ হাজার ৮৯৯ ভোট।

 

মানিকগঞ্জ: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম নৌকা প্রতীকে ১৩ হাজার ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ যাদু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২০৮ ভোট।

 

ধামরাই (ঢাকা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা নৌকা প্রতীকে ১২ হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৪৭ ভোট।

 

সাভার (ঢাকা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাজি আবদুল গণি নৌকা প্রতীকে ৩৫ হাজার ৬২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বদিউজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৫৮ ভোট।

 

শ্রীপুর (গাজীপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগে মেয়র প্রার্থী আনিসুর রহমান নৌকা প্রতীকে ২৬ হাজার ৩৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শহিদুজ্জামান।

 

মুন্সীগঞ্জ: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগে মেয়র প্রার্থী মোহাম্মদ ফয়সাল নৌকা প্রতীকে ২৭ হাজার ৩১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এ কে এম ইরাদাত মানু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট।

 

মীরকাদিম (মুন্সীগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগে মেয়র প্রার্থী শহীদুল ইসলাম শাহীন নৌকা প্রতীকে ১৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনসুর আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬৯ ভোট।

 

বোয়ালমারী (ফরিদপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগে বিদ্রোহী মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন ৭ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুস শুকুর নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৭৯ ভোট।

 

নগরকান্দা (ফরিদপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রায়হান উদ্দিন নৌকা প্রতীকে ৪ হাজার ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম মুকুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট।

 

শরীয়তপুর: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ১৬ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাসির উদ্দিন কালু পেয়েছেন ৩ হাজার ৮১৬ ভোট।

 

জাজিরা (শরীয়তপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইউনুছ বেপারী নৌকা প্রতীকে ৩ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. খোকন তালুকদার পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট।

 

নড়িয়া (শরীয়তপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. হায়দার আলী নৌকা প্রতীকে ৬ হাজার ১৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৬৫ ভোট।

 

ভেদরগঞ্জ (শরীয়তপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার নৌকা প্রতীকে ৩ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বিএম মোস্তাফিজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭১ ভোট।

 

ডামুড্যা (শরীয়তপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হুমায়ুন কবির নৌকা প্রতীকে ৪ হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আলমগীর মাতবর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬২ ভোট।

 

মাদারীপুর: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খালিদ হোসেন ইয়াদ নৌকা প্রতীকে ২০ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মিজানুর রহমান মুরাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৭ ভোট।

 

শিবচর (মাদারীপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আওলাদ হোসেন খান নৌকা প্রতীকে ১০ হাজার ১৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোতা পেয়েছেন ৪৯১ ভোট।

 

কালকিনি (মাদারীপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ  ৫ হাজার ৬৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ ৪ হাজার ৮০৪ ভোট।

 

গোপালগঞ্জ: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু নৌকা প্রতীকে ১৭ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান লিটন পেয়েছেন ৪ হাজার ৭২০ ভোট।

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়াম লীগের মেয়র প্রার্থী শেখ আহাম্মদ হোসেন মির্জা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

 

রাজবাড়ী: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী নৌকা প্রতীকে ১৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অর্ণব নেওয়াজ মাহমুদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২৬৬ ভোট।

 

গোয়ালন্দ (রাজবাড়ী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নিজাম ৬ হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৭৪৯ ভোট।

 

পাংশা (রাজবাড়ী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল আল মাসুদ নৌকা প্রতীকে ১২ হাজার ৪৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী চাঁদ আলী খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৭৬ ভোট।

 

নরসিংদী: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুজ্জামান কামরুল নৌকা প্রতীকে ৩৫ হাজার ৪৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম কাইয়ুম পেয়েছেন ১১ হাজার ৭৪৯ ভোট।

 

তারাবো (নরসিংদী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসিনা গাজী নৌকা প্রতীকে ৩৯ হাজার ৮২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাসির উদ্দিন ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৪৪ ভোট।

 

মনোহরদী (নরসিংদী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুর রশিদ সুজন নৌকা প্রতীকে ৭ হাজার ৬৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৮৮ ভোট।

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) সাদেকুর রহমান ৯ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৮৮ ভোট।

 

রাউজান (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কুল প্রদীপ চাকমা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত নৌকা প্রতীকে ২৮ হাজার ১৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী আব্দুল্লাহ আল হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২০ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী মীর মনসুর আলম পেয়েছেন ৮১৫ ভোট। নির্বাচন থেকে সরে যাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানা জগ প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট।

 

সন্দ্বীপ (চট্টগ্রাম): জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. জাফর উল্লাহ টিটু নৌকা প্রতীকে ২০ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আজমত আলী বাহাদুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৫৭ ভোট।

 

মীরসরাই (চট্টগ্রাম): রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীকে ৭ হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম পারভেজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৭৫ ভোট।

 

সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের নৌকা প্রতীকে ১৯ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রফিকুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৯০ ভোট।

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদিউল আলম নৌকা প্রতীকে ১৪ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আবুল মনসুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৪২ ভোট।

বাঁশখালী (চট্টগ্রাম): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিমুল হক চৌধুরী নৌকা প্রতীকে ১৩ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামরুল ইসলাম হুসাইনী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৫০ ভোট।

 

বারইয়ারহাট (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. নিজাম উদ্দিন নৌকা প্রতীকে ৫ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী মাঈনুদ্দিন লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট।

 

চন্দনাইশ (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সনজিদা শারমিন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মাহবুবুল আলম নৌকা প্রতীকে ১১ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী আইয়ুব কুতুব পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট।

 

পটিয়া (চট্টগ্রাম): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাজী মুহাম্মদ হারুনুর রশীদ নৌকা প্রতীকে ১২ হাজার ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তৌহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৩৫ ভোট।

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার নৌকা প্রতীকে ১২ হাজার ৯৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৫৮ ভোট।

 

খাগড়াছড়ি: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলম ৯ হাজার ৪১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. শানে আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৩৭ ভোট।

 

মাটিরাঙা (খাগড়াছড়ি): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. সামছুল হক নৌকা প্রতীকে ৭ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বাদশা মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।

 

বান্দরবান: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী নৌকা প্রতীকে ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মিজানুর রহমান বিপ্লব লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৯৬ ভোট।

 

লামা (বান্দরবান): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীকে ৬ হাজার ৪৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৭০ ভোট।

 

রাঙামাটি: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী নৌকা প্রতীকে ১৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গা মানিক চাকমা পেয়েছেন ১০ হাজার ১৯৮ ভোট।

 

চৌমুহনী (নোয়াখালী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আক্তার হোসেন নৌকা প্রতীকে ২৭ হাজার ৩১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জহিরুদ্দিন হারুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬৩ ভোট। এই পৌরসভায় ১০টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

 

হাতিয়া (নোয়াখালী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী একেএম ইউসুফ আলী নৌকা প্রতীকে ৯ হাজার ৩৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ পেয়েছেন ৭ হাজার ১৮৯ ভোট।

 

চাটখিল (নোয়াখালী): আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

রায়পুর (লক্ষ্মীপুর): জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ইসমাইল খোকন নৌকা প্রতীকে ১৩ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী এ বি এম জিলানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯০ ভোট।

 

রামগতি (লক্ষ্মীপুর): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা এস এম শফি কামাল ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. মেজবাহ উদ্দিন নৌকা প্রতীকে ৯ হাজার ৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আজাদ লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬১২ ভোট।

 

রামগঞ্জ (লক্ষ্মীপুর): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী নৌকা প্রতীকে ১৯ হাজার ৬৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রোমান পাটোয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩০৯ ভোট।

 

ফেনী: ফেনী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হাজী আলাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

দাগনভূঁঞা (ফেনী): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা ফরিদা খানম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওমর ফারুক খাঁন নৌকা প্রতীকে ১১ হাজার ৫৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৪৬ ভোট।

 

পরশুরাম (ফেনী): পরশুরাম পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নিজামউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

কচুয়া (চাঁদপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. নাজমুল আলম নৌকা প্রতীকে ১০ হাজার ৭৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হুমায়ুন কবির প্রধান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।

 

ছেংগারচর (চাঁদপুর): আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম (জর্জ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

ফরিদগঞ্জ (চাঁদপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মাহফুজুল হক নৌকা প্রতীকে ৬ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ পাটওয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯১০ ভোট।

 

হাজীগঞ্জ (চাঁদপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আ স ম মাহবুব-উল-আলম নৌকা প্রতীকে ১২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৭২ ভোট।

 

মতলব (চাঁদপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আওলাদ হোসেন নৌকা প্রতীকে ২৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এনামুল হক বাদল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৮৫ ভোট।

 

বরুড়া (কুমিল্লা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী জসিমউদ্দিন পাটোয়ারী ধানের শীষ প্রতীকে ১২ হাজার ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. বাহাদুরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৯০ ভোট।

 

চান্দিনা (কুমিল্লা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মফিজুল ইসলাম নৌকা প্রতীকে ১৮ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ আলমগীর খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৫৭ ভোট।

 

লাকসাম (কুমিল্লা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী অধ্যাপক আবুল খায়ের নৌকা প্রতীকে ১৮ হাজার ৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহানাজ আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৮০ ভোট।

 

দাউদকান্দি (কুমিল্লা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাইম ইউসুফ নৌকা প্রতীকে ১৬ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কে এম আই খলিল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২১ ভোট।

 

হোমনা (কুমিল্লা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম নৌকা প্রতীকে ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী জহিরুল হক পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান নৌকা প্রতীকে ১২ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী পেয়েছেন ৫ হাজার ৫১৩ ভোট।

 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাকজিল খলিফা নৌকা প্রতীকে ১৪ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মমতাজ মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট।

 

কুষ্টিয়া: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ার আলী নৌকা প্রতীকে ৬৭ হাজার ২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী কুতুব উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ১২৮ ভোট।

 

খোকসা (কুষ্টিয়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রেবেকা খান ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী প্রভাষক মো. তরিকুল ইসলাম নৌকা প্রতীকে ৫ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৭ ভোট।

 

কুমারখালী (কুষ্টিয়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম ঘোষিত কুমারখালী পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. সামছুজ্জামান অরুন নৌকা প্রতীকে ৮ হাজার ৪২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী তরিকুল ইসলাম লিখন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৪ ভোট।

 

মিরপুর (কুষ্টিয়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা আজাদ জাহান ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহা. এনামুল হক নৌকা প্রতীকে ৯ হাজার ৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (জামায়াত) মাওলানা আবুল হাশেম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৮৫ ভোট।

 

ভেড়ামারা (কুষ্টিয়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শামীমুল ইসলাম ছানা নৌকা প্রতীকে ৭ হাজার ৬৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ প্রার্থী মশাল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪০৬ ভোট।

 

চালনা (খুলনা): রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে চালনা পৌরসভার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস নৌকা প্রতীকে ৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার পেয়েছেন ২ হাজার ৫১৯ ভোট। বিএনপির প্রার্থী শেখ আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮ ভোট।

 

পাইকগাছা (খুলনা): রিটার্নিং কর্মকর্তা মো. হাজিফুর রহমান ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৬ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জি এম আব্দুর সাত্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬০৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী অাব্দুল মজিদ পেয়েছেন ৫৯৪ ভোট।

 

সাতক্ষীরা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী তাসকিন আহমেদ চিশতি ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৮৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আরাফাত হোসেন পেয়েছেন ৪ হাজার ৯১ ভোট।

 

কলারোয়া (সাতক্ষীরা): রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী গাজী মোহাম্মদ আক্তারুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৪১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আজহার হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৩৩ ভোট।

 

বাগেরহাট: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান নৌকা প্রতীকে ৯ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসিবুল হাসান শিপন পেয়েছেন ৯ হাজার ৮৩৭ ভোট।

 

মোড়েলগঞ্জ (বাগেরহাট): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মনিরুল হক নৌকা প্রতীকে ৭ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল মজিদ জোয়ার্দার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬২ ভোট।

 

মাগুরা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খুরশীদ হায়দার টুটুল নৌকা প্রতীকে ২৭ হাজার ৯৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইকবাল আখতার খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪৯৬ ভোট।

 

যশোর: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার নৌকা প্রতীকে ৬ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মারুফুল ইসলাম।

 

মনিরামপুর (যশোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসান নৌকা প্রতীকে ৮ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৭৩ ভোট।

 

নওয়াপাড়া (যশোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুশান্ত কুমার দাস নৌকা প্রতীকে ১৮ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রবিউল হোসেন রবি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২৬৮ ভোট।

 

বাঘারপাড়া (যশোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুজ্জামান বাচ্চু নৌকা প্রতীকে ২ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু তাহের সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৫৯৬ ভোট।

 

চৌগাছা (যশোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নুর উদ্দিন আল-মামুন নৌকা প্রতীকে ৪ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম সাইফুর রহমান বাবুল পেয়েছেন ৩ হাজার ৬২৭ ভোট।

 

কেশবপুর (যশোর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৯ হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০২ ভোট।

 

নড়াইল: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস নৌকা প্রতীকে ১১ হাজার ২৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জুলফিকার আলী মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৬৩ ভোট।

 

কালিয়া (নড়াইল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মুশফিকুর রহমান লিটন ৩ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৪ ভোট।

 

গাংনী (মেহেরপুর): রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আশরাফুল ইসলাম ভেন্ডার৭ হাজার ৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১১৬ ভোট। বিএনপির প্রার্থী ইনসারুল হক ইনসু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯৫ ভোট।

 

চুয়াডাঙ্গা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) ওবায়দুর রহমান চৌধুরী ২৪ হাজার ৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দার নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৬ ভোট। বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৫৮ ভোট।

 

জীবননগর (চুয়াডাঙ্গা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) জাহাঙ্গীর আলম ৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাজী নওয়াব আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৪ ভোট।

 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী হাসান কাদির গনু নৌকা প্রতীকে ৭ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাজী মীর মহিউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৯০ ভোট।

 

দর্শনা (চুয়াডাঙ্গা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. মতিয়ার রহমান নৌকা প্রতীকে ১১ হাজার ৮৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) আসকার আলী পেয়েছেন ৩ হাজার ৪৫৯ ভোট।

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫০৯ ভোট।

 

মহেশপুর (ঝিনাইদহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবদুর রশিদ খান নৌকা প্রতীকে ১১ হাজার ৮৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) শহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৯৮৮ ভোট।

 

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী শাহিনুর রহমান রিন্টু নৌকা প্রতীকে ৮ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জিন্নাতুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৩১ ভোট।

 

শৈলকূপা (ঝিনাইদহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম নৌকা প্রতীকে ১৪ হাজার ৯৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খলিলুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬২২ ভোট।

 

বসুরহাট (নোয়াখালী): রিটার্নিং কর্মকর্তা ইসমাইল হোসেন ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবদুল কাদের নৌকা প্রতীকে ৯ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোশাররফ পেয়েছেন ১ হাজার ১২১ ভোট।

 

লালমনিরহাট: রিটার্নিং কর্মকর্তা রেজাউল আরম সরকার ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম রিন্টু নৌকা প্রতীকে ১৪ হাজার ৫৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল হালিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২২২ ভোট।

 

পাটগ্রাম (লালমনিরহাট): রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শমসের আলী নৌকা প্রতীকে ৭ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২৪ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ওয়াজেদুল ইসলাম সোহেল পেয়েছেন ৩ হাজার ৮৯৪ ভোট।

 

বদরগঞ্জ (রংপুর): রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা নৌকা প্রতীকে ৬ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৫ ভোট।

 

পীরগঞ্জ (রংপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কসিরুল আলম নৌকা প্রতীকে ৫ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রাজিউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৩৬ ভোট।

 

দিনাজপুর: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে ৩৯ হাজার ৫৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৪ ভোট।

 

হাকিমপুর (দিনাজপুর): রিটার্নিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জামিল হোসেন চলন্ত নৌকা প্রতীকে ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫২ ভোট।

 

ফুলবাড়ী (দিনাজপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী মরতুজা সরকার মানিক ৬ হাজার ৪০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আলী সরকার নৌকা প্রতীকে ৪ হাজার ৭৯১ ভোট পেয়েছেন।

 

বিরামপুর (দিনাজপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) প্রার্থী লিয়াকত আলী সরকার টুটুল ৯ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আক্কাস আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৩ ভোট।

 

বীরগঞ্জ (দিনাজপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) মোহাম্মদ হানিফ ৪ হাজার ৫০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মোশাররফ হোসেন বাবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৮ ভোট।

 

কুড়িগ্রাম: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল জলিল নৌকা প্রতীকে ১৮ হাজার ৭১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নুরু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৪৪ ভোট।

 

নাগেশ্বরী (কুড়িগ্রাম): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, জাতীয় পার্টি (জাপা) প্রার্থী আব্দুর রহিম ১০ হাজার ২৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নৌকা প্রতীকে ৮ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।

 

উলিপুর (কুড়িগ্রাম): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী আবু আলা তারিক চৌধুরী ৭ হাজার ৭৬৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুর রহমান ৫ হাজার ৫৮৮ ভোট পেয়েছেন। এই পৌরসভায় ১৮ কেন্দ্রের মধ্যে দুটির কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

 

সৈয়দপুর (নীলফামারি): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ২৫ হাজার ৮২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ১৯ হাজার ৯৫৬ ভোট। এই পৌরসভায় ৪টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

 

জলঢাকা (নীলফামারি): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী ফয়সাল আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াস হোসেন পেয়েছেন ৭ হাজার ৫৩০ ভোট।

 

ঠাকুরগাঁও: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমিন ১৫ হাজার ৭৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ তাহমিনা আক্তার মোল্লা নৌকা প্রতীকে ১০ হাজার ৭০১ ভোট পেয়েছেন।

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলমগীর সরকার নৌকা প্রতীকে ৪ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী মোকাররম হোসাইন পেয়েছেন ৩ হাজার ৪৯১ ভোট।

 

গাইবান্ধা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর নৌকা প্রতীকে ১০ হাজার ৬৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার উল সারোয়ার পেয়েছেন ৭ হাজার ২৭২ ভোট।

 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন নৌকা প্রতীকে ৪ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজাদুল করিম প্রামাণিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯৩ ভোট।

 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সরকার নৌকা প্রতীকে ১৫ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আহম্মেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৯৩ ভোট।

 

পঞ্চগড়: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৯৮ ভোট।

 

জকিগঞ্জ (সিলেট): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বিরুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. খলিল উদ্দিন নৌকা প্রতীকে ১ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী বদরুল হক বাদল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩ ভোট।

 

কানাইঘাট (সিলেট): রিটার্নিং কর্মকর্তা খালেদুর রহমান ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) নিজাম উদ্দিন আল মিজান নারিকেল গাছ প্রতীকে ৩ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৩৮ ভোট।

 

গোলাপগঞ্জ (সিলেট): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) সিরাজুুল জব্বার চৌধুরী ৪ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন ৩ হাজার ২০৮ ভোট।

 

জগন্নাথপুর (সিলেট): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল মনাফ নৌকা প্রতীকে ৯ হাজার ৩২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাজু আহম্মেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬৯০ ভোট।

 

মৌলভীবাজার: রিটার্নিং কর্মকর্তা মাসুকুর রহমান শিকদার ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুর রহমান নৌকা প্রতীকে ১৩ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অলিউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৫০ ভোট।

 

কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জুয়েল আহমেদ নৌকা প্রতীকে ৩ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হাসান বিপ্লব নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০৪ ভোট।

 

বড়লেখা (মৌলভীবাজার): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী নৌকা প্রতীকে ৪ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) খিজির আহমেদ পেয়েছেন ২ হাজার ৫৭৭ ভোট।

 

কুলাউড়া (মৌলভীবাজার): জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আখন্দ ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) শফি আলম ইউনুছ নারিকেল গাছ প্রতীকে ৪ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামাল আহম্মেদ জুনেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী একেএম শফি আহমদ (সলমান) নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৮৩ ভোট।

 

হবিগঞ্জ: রিটার্নিং কর্মকর্তা শফিউল আলম ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী জি কে গউছ ধানের শীষ প্রতীকে ১০ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৬৪ ভোট।

 

নবীগঞ্জ (হবিগঞ্জ): জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী সাব্বির আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. তোফাজ্জল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৭৩ ভোট।

 

মাধবপুর (হবিগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিরেন্দ্র লাল সাহা নৌকা প্রতীকে ৫ হাজার ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৪৮ ভোট।

 

চুনারুঘাট (হবিগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুল কবীর ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী নাজিমউদ্দিন সামছু ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. সাইফুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৯২ ভোট।

 

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ছালেক মিয়া নৌকা প্রতীকে ৩ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফরিদ আহম্মেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৯০ ভোট।

 

সুনামগঞ্জ: অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আয়ুব বখত নৌকা প্রতীকে ১৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদিন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৮৬ ভোট। বিএনপির প্রার্থী শেরগুল আহম্মেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪১৪ ভোট।

 

ছাতক (সুনামগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ আবুল কালাম চৌধুরী নৌকা প্রতীকে ১০ হাজার ৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল ওয়াহিদ মজনু পেয়েছেন ৪ হাজার ৬৫১ ভোট।

 

দিরাই (সুনামগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোশাররফ মিয়া নৌকা প্রতীকে ৭ হাজার ৪৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী মাসুদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫২৪ ভোট।

 

বগুড়া: বগুড়া পৌরসভায় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান এগিয়ে আছেন।

 

ধুনট (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) এজিএম বাদশা জগ প্রতীকে ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আলিম উদ্দিন হারুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৬২ ভোট।

 

কাহালু (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ নৌকা প্রতীকে ৪ হাজার ৭৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬৭ ভোট।

 

শিবগঞ্জ (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক নৌকা প্রতীকে ৭ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মতিয়ার রহমান মতিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৪ ভোট।

 

শেরপুর (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুস সাত্তার নৌকা প্রতীকে ৮ হাজার ৯১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৬৫ ভোট।

 

নন্দীগ্রাম (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) কামরুল হাসান জুয়েল ৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সুশান্ত কুমার শান্ত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৫৬ ভোট।

 

সান্তাহার (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল ইসলাম রাজা নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৮৫ ভোট।

 

সারিয়াকান্দি (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলমগীর শাহী সুমন নৌকা প্রতীকে ৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী টিপু সুলতান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৪৭ ভোট।

 

গাবতলী (বগুড়া): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৭ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল পাইকার পেয়েছেন ২ হাজার ২৩৬ ভোট।

 

সিরাজগঞ্জ: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা নৌকা প্রতীকে ৪০ হাজার ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোকাদ্দেছ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭১৫ ভোট।

 

বেলকুচি (সিরাজগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে ২৫ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আল আমিন ভূইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৭৫ ভোট।

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান নৌকা প্রতীকে ৩ হাজার ৮২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নূর সাঈদ সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭০ ভোট।

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম নৌকা প্রতীকে ১৬ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম বেলাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩৭ ভোট।

 

কাজীপুর (সিরাজগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী হাজী নিজাম উদ্দিন নৌকা প্রতীকে ৭ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ১৭৩ ভোট।

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. হালিমুল হক মিরু নৌকা প্রতীকে ২১ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৪৩ ভোট।

 

পাবনা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিথু ৩০ হাজার ৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী রকিব হাসান টিপু নৌকা প্রতীকে ২৪ হাজার ৬৫৪ ভোট পেয়েছেন।

 

সুজানগর (পাবনা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আব্দুল ওহাব নৌকা প্রতীকে ৬ হাজার ১৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা।

 

সাঁথিয়া (পাবনা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মিরাজুল ইসলাম প্রামাণিক নৌকা প্রতীকে ১২ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮০ ভোট।

 

ঈশ্বরদী (পাবনা): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু নৌকা প্রতীকে ২৬ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩৭২ ভোট।

 

চাটমোহর (পাবনা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল ৩ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২ হাজার ৯০৩ ভোট।

 

ভাঙ্গুরা (পাবনা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. গোলাম হাসনাইন নৌকা প্রতীকে ৪ হাজার ৮৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১১৫ ভোট।

 

ফরিদপুর (পাবনা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী খন্দকার মো. কামরুজ্জামান মাজেদ নৌকা প্রতীকে ৩ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এনামুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৫ ভোট।

 

নওগাঁ: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী নজমুল হক ধানের শীষ প্রতীকে ৩৫ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৩২ ভোট।

 

নজিপুর (নওগাঁ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরী নৌকা প্রতীকে ৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৩২ ভোট।

 

চাঁপাইনবাবগঞ্জ: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) অধ্যাপক নজরুল ইসলাম ৩১ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সামিউল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৫০৪ ভোট।

 

রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশীদ ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী তারেক আহমেদ ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৩২ ভোট।

 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) কারিবুল হক ১০ হাজার ২১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) জাফর আলী পেয়েছেন ৬ হাজার ২২২ ভোট।

 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদ ওয়াসিফ ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুর রশীদ নৌকা প্রতীকে ৩ হাজার ২১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ আল মাসুদ পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট।

 

জয়পুরহাট: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক নৌকা প্রতীকে ২১ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অধ্যক্ষ সামসুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৪৮ ভোট।

 

কালাই (জয়পুরহাট): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খন্দকার হালিমুল আলম জন নৌকা প্রতীকে ৬ হাজার ৭৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৬৪ ভোট।

 

আক্কেলপুর (জয়পুরহাট): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর নৌকা প্রতীকে ৬ হাজার ৬০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল করিম সরদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫৫ ভোট।

 

বানারীপাড়া (বরিশাল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র শীল নৌকা প্রতীকে ৫ হাজার ৩৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গোলাম মাহমুদ মাহবুব মাস্টার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪৩ ভোট।

 

মেহেন্দীগঞ্জ (বরিশাল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. কামাল উদ্দিন খান নৌকা প্রতীকে ১২ হাজার ৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর গাজী পেয়েছেন ১ হাজার ৫৬৭ ভোট।

 

উজিরপুর (বরিশাল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন বেপারী নৌকা প্রতীকে ৬ হাজার ৩০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৩৯ ভোট।

 

মুলাদী (বরিশাল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শফিকুজ্জামান রুবেল নৌকা প্রতীকে ৯ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদ মাহমুদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৬ ভোট।

 

গৌরনদী (বরিশাল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. হারিছুর রহমান নৌকা প্রতীকে ১৮ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুর রহমান স্বপন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭৬ ভোট।

 

বাকেরগঞ্জ (বরিশাল): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. লোকমান হোসেন ডাকুয়া নৌকা প্রতীকে ৭ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হেমায়েত হোসেন পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট।

 

নলছিটি (ঝালকাঠি): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী নৌকা প্রতীকে ১ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২২ ভোট।

 

পিরোজপুর: পিরোজপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

স্বরূপকাঠি (পিরোজপুর): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কবির নৌকা প্রতীকে ৭ হাজার ৩২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৮৫ ভোট।

 

বরগুনা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মো. শাহাদাৎ হোসেন ৫ হাজার ৮৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীকামরুল আহসান মহারাজ নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট। এ পৌরসভার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ভোটসংখ্যা ২৯৪৪।

 

পাথরঘাটা (বরগুনা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকন্দ নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আইয়ুব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৩৮ ভোট।

 

বেতাগী (বরগুনা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবিএম গোলাম কবির নৌকা প্রতীকে ২ হাজার ১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হুমায়ুন মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৬১ ভোট। এই পৌরসভার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ওই কেন্দ্রে ভোটসংখ্যা ৮২২।

 

কুয়াকাটা (পটুয়াখালী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল বারেক মোল্লা নৌকা প্রতীকে ৪ হাজার ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আনোয়ার হাওলাদার লাঙল প্রতীকে পেয়েছেন ৫৮২ ভোট।

 

কলাপাড়া (পটুয়াখালী): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার নৌকা প্রতীকে ৬ হাজার ৮০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হুমায়ুন কবির সিকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৯৯ ভোট।

 

ভোলা: রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীকে ২১ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন অর রশীদ ট্রুম্যান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭২৭ ভোট।

 

বোরহানউদ্দিন (ভোলা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুজ্জামান কবির মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৪৩ ভোট।

 

দৌলতখান (ভোলা): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার নৌকা প্রতীকে ৬ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন কাকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৭৯ ভোট।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.