প্রতিদিন গড়ে ১৬টি মিথ্যা বলেছেন ট্রাম্প!

142

মার্কিন প্রেসিডেন্টের দ্বায়িত্ব নেয়ার পর থেকে প্রথম দুই বছর বা ৭৩০ দিনে মোট ৮ হাজার ১৫৮টি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কেবল দ্বিতীয় বছরেই ৬ হাজার বার মিথ্যা বলেছেন তিনি, গড় হিসেবে যা প্রতিদিন ১৬.৫টি! মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক হিসাবে এ দাবি করা হয়েছে।

image-22472-1548340428

ওয়াশিংটন পোস্ট জানায়, ২০১৭ সালে ট্রাম্পের প্রতিদিন বলা মিথ্যা কথার পরিমাণ ছিলো গড়ে ৫.৯টি। কিন্তু নাটকীয়ভাবে ২০১৮ সালে এ সংখ্যা প্রায় তিনগুণ বেড়ে প্রতিদিন গড়ে ১৬.৫টিতে দাঁড়ায়। আর সার্বিকভাবে দুই বছরে তার বলা ৮ হাজার ১৫৮টি মিথ্যার গড় হিসেব করলে দাড়ায় প্রতিদিন ১১.১৭টি।

ওয়াশিংটন পোস্টের ফ্যাক্টচেকার কলামের সম্পাদক গ্লেন কেসলার বলেন, ‘এ কাজ করতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়েছে। কারণ তিনি মিথ্যা বলেই যাচ্ছেন।’

ট্রাম্প সবচেয়ে বেশিবার মিথ্যা বলেছেন মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত নিয়ে। মোট ১৮৭ বার তিনি বলেছেন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

প্রতিদিন গড়ে ১৬টি মিথ্যা বলেছেন ট্রাম্প!

ট্রাম্প দ্বিতীয় সর্বোচ্চ মিথ্যাটি বলেছেন ১২৫ বার। এটি হলো—মার্কিন ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি কর রেয়াত করেছেন।

ট্রাম্প প্রথম একশো দিনে কতটি মিথ্যা বলেন তা দেখার জন্য প্রকল্পটি হাতে নিয়েছিলো ওয়াশিংটন পোস্ট। কিন্তু ট্রাম্প মিথ্যা বলতে থাকায় এবং পাঠকরা চালিয়ে যেতে উৎসাহ দেয়ায় উদ্যোগটি অব্যাহত রাখা হয়।

ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবেন তার পুরোটা সময়জুড়ে তার মিথ্যা বলার হিসাব রাখা বলে বলে ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন পোস্ট।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.