প্রতিবন্ধীদের চলাচল সহজীকরণের উদ্যোগ সরকারের

241

দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যাক্তিদের চলাচল সহজীকরণে উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার করা হবে। এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতসহ জনসাধারণের সকল প্রাপ্য সুবিধা ও সেবা প্রতিবন্ধীদের উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হবে।

50860293_1

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদকিদের বিষয়টি জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভায় প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা, ২০১৫ এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে। এই কর্মপরিকল্পনাটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

বিধিমালার আলোকে এ আইনের কী কী করণীয় তা ঠিক করা হয়েছে। যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

সচিব বলেন, যেমন ধরুন বাসে আজকাল আমাদের দেশের প্রতিবন্ধীরা উঠতে গেলে আরেকজনের সহযোগিতা নিতে হয়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে বাসে উঠার পথ সেইম লেভেল হওয়ায় প্রতিবন্ধী ব্যাক্তি হুইল চেয়ার দিয়ে উঠে যেতে পারে। আমাদেরকেও ধীরে ধীরে সেইদিকে যেতে হবে। আর তা কিভাবে হবে তা এই কর্মপরিকল্পনায় উল্লেখ আছে।

শফিউল আলম বলেন, গণপরিবহন প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগি করা হবে। দেশের বিভিন্ন ভবন যেভাবে আছে তার সংস্কার করার উদ্যোগ নিতে হবে। যেমন সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আদালত, পুলিশ স্টেশন, আইনী সহায়তা কেন্দ্র, রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, নৌ-বন্দর, স্থল বন্দর, দুর্যোগকালীন রাস্তা, সাইক্লোন সেন্টার, ধর্মীয় প্রতিষ্ঠান, উড়াল সেতু ও বিনোদন কেন্দ্রগুলোতে যেন আই চেয়ার ও কেবিন চেয়ারের ব্যবস্থা থাকে তা নিশ্চিত করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.