প্রথম দিনেই বাইকে চড়ে অফিসে পলক, হেলমেট বিহীন হওয়ায় বিতর্ক
মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে গতকাল সোমবার শপথ নেয়ার পর আজ মঙ্গলবার প্রথমদিনে বাইকে চড়ে অফিসে যান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোষ্ট করার পর চারদিকে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
এদিকে অফিসে যাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাইকে চড়ে অফিসে যাওয়ার তিনটি ছবি শেয়ার করেন জুনাইদ আহমেদ পলক। এ সময় ফেসবুকে ছবির ক্যাপশন মন্ত্রী লেখেন- ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে…।
এদিকে পোষ্টটিতে থাকা দুটি ছবিতেই মন্ত্রীর মাথায় কোন হেলমেট দেখা যায়নি। সেজন্য অনেকেই তরুণ এই মন্ত্রীর নানা সমালোচনা করেছেন। অবশ্য অন্য একটি ছবিতে তাকে হেলমেট পরিহিত অবস্থায় দেখা যায়।
এদিকে হেলমেট না থাকার ব্যাপারে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘অফিসে যাওয়ার জন্য আমি যে বাইকারের সাহায্য নিয়েছিলাম, মূলত তার কাছে কোনো অতিরিক্ত হেলমেট ছিল না।’
এ সময় বাইকে অফিস গমন সম্পর্কে পলক বলেন, ‘আইসিটি বিভাগে আজ বেলা ১২টার দিকে সময় পূর্বনির্ধারিত সভা ছিল। এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে আমাদের সংসদে নামিয়ে দেয়া হয়। এরপর আগারগাঁও যাওয়ার সময় জ্যামে পড়লে এক মোটরসাইকেলে লিফট নিই। তারপরও প্রায় ১৫ মিনিট দেরি হয়ে যায়। আমি মূলত নতুন বছরে একটু সময়ও যেন অপচয় না হয় সেভাবে কাজ করতে চাই।’