প্রথম শহীদ শামসুজ্জোহা স্মরণে রাবি রিপোর্টার্স ইউনিটের পুষ্পস্তবক অর্পণ
রাজশাহী অফিস:বিনম্র শ্রদ্ধায় বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. শামসুজ্জোহাকে স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিট। ১৮ জানুয়ারি রবিবার সকাল নয়টায় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ ড.শামসুজ্জোহার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সংগঠনটির কার্যালয় রাকসু ভবন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পুস্পস্তবক অর্পণ শেষে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়ের সঞ্চালনায় সভাপতি শিহাবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য যিনি প্রথম জীবন দিয়েছিলেন, তিনি হলেন ড. শামসুজ্জোহা। তিনি বলেছিলেন, কোন শিক্ষার্থীর বুকে গুলি লাগার আগে যেন আমার বুকে গুলি লাগে। প্রথম গুলিটা তার বুকই বিদীর্ণ করেছিল। কথা রেখেছিলেন ড. জোহা। কিন্তু আমরা কথা রাখতে পারিনি। আজ পর্যন্ত আমরা দিনটিকে জাতীয় করতে পারিনি। শিক্ষার্থীদের বাঁচাতে তিনি আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করলেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি।’ এসময় তিনি জোহা দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
এর আগে শহীদ শামসুজ্জোহা স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।