প্রধানমন্ত্রীকে বরণ করতে এসে লাশ হলেন রিয়াদ

184

বাংলা ট্রিবিউন রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে বরণ করতে এসে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ইসমাইল হোসেন রিয়াদ নামে ছাত্রলীগের এক নেতা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

a50a3e21068035da0fb32d1fa3fb0b81-57ee80f4ce811

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া হৃদয়ের নিহতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

নিহত ইসমাইল হোসেন রিয়াদের বাবার নাম আসাদুল্লাহ। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে। নিহত হৃদয় মুরাপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। রিয়াদ ছিলেন কাঞ্চন পৌরসভার ছাত্রলীগের সভাপতি প্রার্থী। প্রধানমন্ত্রীকে বরণ করতে ষংসদ সদস্য গাজী গোলাম দস্তগীসহ দলীয় অনেকের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে তিনি এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ট্রেন চলে এলে বগির ধাক্কায় তিনি পড়ে যান ও একটি পা কাটা পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে আটটায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.