প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদকে অব্যাহতি

228

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মাদ এরশাদকে অব্যহতি দেওয়া হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ersad-bg20170314021507

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ৭ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা এরশাদের নিয়োগের অবসান করা হয়েছে।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয় এরশাদকে। তাকে মন্ত্রীর সমমর্যাদা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পাওয়ার পর গঠন করা হয় মন্ত্রিসভা।

আর এই মন্ত্রিসভা গঠনের আগেই হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি নির্দেশনায় বলা হয় জাতীয় পার্টি এ সরকারের মন্ত্রিসভায় অংশ নেবে না। ইতোমধ্যে এরশাদকে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। একইসঙ্গে প্রজ্ঞাপনে দলটির কো-চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.