প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টাকে নতুন করে নিয়োগ

374

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধানমন্ত্রীর আগের মেয়াদের পাঁচ উপদেষ্টাকেই রাখা হয়েছে।

pm_advisore

নিয়োগ পাওয়ারা হলেন, রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া উপদেষ্টারা পদে থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

গতবার এই পাঁচজন ছাড়াও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর প্রযুক্তি এবং ইকবাল সোবহানকে তথ্য উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.