প্রধানমন্ত্রীসহ শপথ নিলেন ৪৭ জন
টানা তৃতীয়সহ চতুর্থবারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে একাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বেলা সাড়ে ৩টায় শপথের আনুষ্ঠানিকা শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসার পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শুরুতে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাসহ আগত সবাইকে ধন্যবাদ জানান।
মন্ত্রিপরিষদ সচিব শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু, তার শহীদ পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদদের।
এরপর তিনি সংবিধানের আলোকে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পরিচালনার দায়িত্ব দেন রাষ্ট্রপতিকে। তিনি শেখ হাসিনাকে প্রথমে প্রধানমন্ত্রী পদের, পরে গোপনীয়তার শপথ পাঠ করান।
প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতির কাছে একাদশ জাতীয় সংসদের পূর্ণ মন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নেন। তারাও প্রথমে পদের এবং পরে গোপনীয়তার শপথ নেন।
মন্ত্রীদের পর প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন ১৯ জন। প্রথমে তারা পদের এবং পরে গোপনীয়তার শপথ নেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৩টি আসন, গণফোরাম ২টি, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয়ী হয়েছেন।