প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মুনিচ আওয়ামীলীগ এর সাক্ষাত

727

নিজস্ব প্রতিবেদকঃ মুনিচে অনুষ্ঠিত নিরাপত্তা কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিরাপত্তা কেবলমাত্র শারিরিক নিরাপত্তা নয়, বরং নিরাপত্তা বলতে খাদ্য নিরাপত্তা, আবহাওয়া এবং স্বাস্থ্য নিরাপত্তা এছাড়াও আধুনিক প্রযুক্তির বিশ্বে নিরাপত্তা বলতে অবাধ ও সুষ্ঠু গনতন্ত্র চর্চা বোঝায়।

16831513_165985020571511_466386458_n
ফাইল ছবি

জার্মান প্রধামন্ত্রী এন্জেলা মারকেল এর আমন্ত্রনে মুনিচে অনুষ্ঠিত “আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশল নীতি’’ সংক্রান্ত এক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার জার্মানির মুনিচে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।বিশ্বের বিভিন্ন দেশের রাস্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতিসংঘের সেক্রেটারী জেনারেল ও সংসদ সদস্যসহ প্রায় 500 জন নীতি নির্ধারক সেখানে উপস্থিত হন।

16808370_165982137238466_1970434711_n

কনফারেন্সের সভাপতি রাস্ট্রদুত Wolfgang Ischinger আনুষ্ঠানিকভাবে কনফারেন্সের উদ্বোধন করেন জার্মান ও আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী Ursula von der Leyen এবং James N. Mattis এর বক্তব্যের মধ্যে দিয়ে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুনিচের ম্যারিয়ট হোটেলে ইউরোপিয়ান আওয়ামীলীগ নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন। তিনি বর্তমান বিশ্বে আন্তর্জাতিক নিরাপত্তার কৌশলগত তাৎপর্য়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিএনপি কর্তৃক সাধারন জনগনের ওপর দুর্যোগ সৃস্টি করার এবং ড: মুহাম্মদ ইউনুস কর্তৃক বাংলাদেশের স্বার্থবিরোধী দুর্নিতীর জন্য নিন্দা জানান।তিনি ইউরোপিয়ান আওয়ামীলীগ নেতাদের কথা শোনেন এবং দেশে ও বিদেশে জাতির উন্নতির জন্য বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিদেশে মৃত্যু বরনকারী বাংলাদেশীদের লাশ দেশে ফিরিয়ে আনার উদ্যেগ নেওয়ায় ইউরোপিয়ান আওয়ামীলীগ নেতৃবৃন্দ শেখ হাসিনা ও তার সরকারের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।

16831487_165983137238366_1987364230_n

জার্মান আওয়ামীলীগ সেক্রেটারী শেখ বাদলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, পররাষ্ট্ মন্ত্রী এ, এইচ মাহমুদ আলী, অল ইউরোপিয়ান আওয়ামীলীগ (এইএএল) এর সভাপতি অনীল দাস গুপ্ত, এইএএল এর সাধারন সম্পাদক এম, এ, গনী, জার্মান আওয়ামীলীগ ( জা আল ) এর সভাপতি এ, কে, এম, বাশিরুল আলম চৌধুরী সাবু, জার্মান আওয়ামীলীগ এর সহ সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ইউনুস আলী খান, জাআল এর সাংগঠনিক সম্পাদক আব্বাস চৌধূরী, এন আর ডব্লিউ আওয়ামীলীগ সভাপতি যুবরাজ তালুকদার, সহ সভাপতি নুরুল ইসলাম ও সগীর খান, ইতালী আওয়ামীলীগ এর সভাপতি ইদ্রিস ফরাজী এবং বেলজিয়াম, নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, হাঙ্গেরী এবং অন্যান্য ইউরোপীয়ান নেতৃবৃন্দরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য বিষয় যেমন আবহাওয়া পরিবর্তন, পানি, খাদ্য ও অভিবাসন সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন এবং বক্তব্য পেশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির প্রধানমন্ত্রী Angela Merkel এর সাথে একটি দিপাক্ষিক আলোচনায় অংশ নেন এবং পারস্পারিক ও বহুমাত্রিক স্বার্থসংশ্লিস্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন ইউরোপিয়ান দেশের নেতা কর্মীরা মুনিচ শহরে একত্রিত হয় এবং বাংলাদেশে মানবাধিকার লংঘন ও অগনতান্ত্রিক চর্চার বিরুদ্ধে বিক্ষোভ করে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.