প্রবাসী কবি শম্পার ”মধুর স্বপ্ন” বইয়ের মোড়ক উন্মোচন ১১ ফেব্রুয়ারি…

743
জাহিদ, অয়াশিংটন্ডিসিঃ আগামী ১১ই ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাহমিদা হোসেন শম্পার ‘মধুর স্বপ্ন’ বইয়ের মোড়ক উন্মোচন।
16652715_1243114745725474_532434831_n
ভার্জিনিয়ার,৮৩৮০ লারসেল ক্রেস্ট ড্রাইভ,লরটনে অনুষ্ঠিত হবে। এটি শম্পার প্রথম কবিতার বই।
বইয়ের মোড়ক উন্মোচন করবেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব মিসেস রোকেয়া হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক, বাচীক শিল্পী, লিভিং লেজেন্ড- সরকার কবির উদ্দীন। এছাড়াও উপস্থিত থাকবেন ওয়াশিংটন মেট্রো এলাকার অনেক সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এখানে উল্লেখ্য, বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থ মেলায় “মধুর সপ্ন “বইটি ২০১/২০২ নং স্টলে পাওয়া যাবে।
বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত হতে চাইলে যোগাযোগ করতে পারেন-
ফাহমিদা হোসেন: ৭০৩-৩৮৯-৪০৬১
আকতার হোসাইন: ৭০৩-৩৮৯-৬৭৮৯

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.