প্রার্থিতা ফিরে পেতে খালেদার আপিল, শুনানি সোমবার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রোববার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আইনজীবী ব্যারিস্টার মীর হেলাল জানান, সোমবার চেম্বার জজ আদালতে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন।
কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করেন খালেদা জিয়া।
গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার ৩টি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চার কমিশনার এই সিদ্ধান্ত দেন। শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে গত ৯ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনটি রিট দায়ের করা হয়। ১৮ ডিসেম্বর হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়।