প্রয়োজনে শামীমকেও বহিস্কার করা হবে:শেখ হাসিনা

427
ঢাকা অফিস:প্রয়োজনে শামীম ওসমাকেও- নারায়নগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত করতে ডাকা মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।hqdefault
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী বলেছেন ‘খোঁজ নাও তদন্ত করো। এর জন্য যে দায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শামীমকেও বহিস্কার করবো, কিন্তু এসব সহ্য করা হবে না।’ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র গুলো এই খবর নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী ঘটনা ঘটার কিছুক্ষনের মধ্যেই নারায়ণগঞ্জের খবর পান। এরপর তিনি তাঁর দুজন কর্মকর্তাকে ঘটনার আদ্যোপান্ত জানার নির্দেশ দেন। রাতে দলের সম্পাদককেও তিনি ঘটনার বিস্তারিত তদন্ত করতে বলেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন ‘এই সময়ে এসব কোন্দল, মারামারি দলকে বিপদে ফেলছে, মানুষের কাছে দলের আস্থা নষ্ট হয়েছে। অনেক সহ্য করেছি, আর না। যেই দায়ী হবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযো করা হলে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। শিগগিরই আমাদের দৃশ্যমান পদক্ষেপ দেখবেন।’

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.