ফলাফল প্রত্যাখ্যান, পুনঃভোটের দাবি ঐক্যফ্রন্টের

478

একাদশ জতীয় সংসদ নির্বাচনে ভোট প্রত্যাখ্যান করেছে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিরোধী এই জোট।

Dr Kamal_1

রোববার রাত ৮টার দিকে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

কামাল হোসেন বলেন, দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। ইতোমধ্যে এই ঘটনায় বিভিন্ন দলের শতাধিক প্রার্থী ভোট বর্জন করেছে। এমতাবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আগামীকাল আমাদের করণীয় নিয়ে বসবো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আন্দোলন অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের নির্বাচন প্রমাণ করে ২০১৪ সালে আমাদের নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আমাদের করা দাবি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণিত হলো।

তিনি বলেন, আমরা পুরো নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। এটি নির্বাচন নয়, প্রহসন।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লা চৌধুরী, গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.