ফেইথফুলের মাসিক শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্প ’১৬ এর উদ্বোধন
নিউজবিডিইউএস ডেস্কঃ
সামাজিক সংগঠন ফেইথফুলের ২০১৬ ইং সালের মাসিক শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি রাজশাহী মহানগরীর ইনোসেন্ট চাইল্ড একাডেমিতে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেইথফুলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মুহাঃ হাসানুল বান্না খান, মূল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ফেইথফুলের সদস্য মোঃ আবিদ হাসান। বক্তব্য উপস্থাপন করেন ফেইথফুলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মুহাঃ হাসানুল বান্না খান, এডুকেশন সেক্রেটারী মোঃ ইব্রাহীম আরাফাত খান, ফাইন্যান্স সেক্রেটারী মোঃ হাসিবুল হাসান। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকগন তাদের মতামত ব্যক্ত করেন।
এবারের শিক্ষা উপকরণ প্রাপ্তির জন্য নগরীর ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করেছিল। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের এ উপকরণ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।