ফোবানা এ্যাওয়ার্ড-২০১৬ পেলেন পিপল এন্ড টেক-এর প্রধান নির্বাহী আবুবকর হানিফ

221

নিউজবিডি ইউএসডেস্কঃ আইটি শিক্ষা এবং বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানে অসামান্য অবদানের জন্য ফোবানা এ্যাওয়ার্ড-২০১৬ পেলেন পিপল এন্ড টেক-এর প্রধান নির্বাহী আবুবকর হানিফ।

14287598_1089330311103919_749442834_n

৩০ তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন ৩ আগষ্ট রোববার রাতে আনুষ্ঠানিক ভাবে তার হাতে এ্যাওয়ার্ডটি তুলে দেয়া হয়। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েক বছর ফোবানা এ্যাওয়ার্ড পেয়েছেন আবুবকর হানিফ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.