ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর বৈশাখী মেলা ২৩ এপ্রিল

209

জাহিদ রহমান, ওয়াশিংটনডিসি

আমেরিকা প্রবাসী বাঙ্গালীদের নিয়ে গঠিত গ্রেটার ওয়াশিংটনডিসির জনপ্রিয় সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী’ ওয়াশিংটনের বাঙ্গালীদের নিয়ে দিনব্যাপি আনান্দ আয়োজন করেছে। হৃদয়ে মিশে থাকা বাঙ্গালীদের প্রাণের উৎসব বৈশাখকে ঘিরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানটি হবে গেটওয়ে পার্কের ১৩০০লী হাইওয়ে, আর্লিংটন, ভার্জিনিয়া ২২২০১ এ।

13090537_1005085566195061_1165929913_n

মেলায় থাকবে বাঙ্গালীপনার নানা ছাপ। স্টলগুলোতে স্থান করে নিয়েছে পোশাক, জুয়েলারী, সামাজিক-সাংস্কৃতিক-ব্যবসায়ী সেবাদানকারী প্রতিষ্ঠান, বাংলার ঐতিহ্যবাহী খাঁটি দেশী বাহারী খাবার। অনুষ্ঠানের শেষাংশে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওয়াশিংটনে এই প্রথমবারের মত আসছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড গ্রুপ- ‘লালন ব্যান্ড’। তাদের মন মাতানো সঙ্গীত, পাশাপাশি আমেরিকার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাজানো হয়েছে সাংষ্কৃতিক অনুষ্ঠান। মেলায় বৈশাখী উপহার, পার্কিং-এর সুব্যবস্থা রয়েছে। এতে ৫০০ গাড়ী পার্কিং করা যাবে। গাড়ী পার্কিং স্থান 1911 North Fort Myer Drive, Arlington, VA.

13084139_1005083456195272_2147103742_n

আয়োজকরা জানান, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের আনন্দ-স্পর্শে একাত্ম হয়ে প্রবাসের মাটিতে সবার কাছে সবাইকে নিয়ে যেতে এই আয়োজন। আনন্দ-উৎসবে, হাসি-আনন্দে কেটে যাবে সবার সুন্দর একটি দিন বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে ধারন করে- এটাই আমাদের প্রত্যাশা। আয়োজকরা আমেরিকার সব বাঙ্গালীকে সপরিবারে অনুষ্ঠান উপভোগ করার আ্হ্বান করেছেন। আয়োজকদের প্রত্যাশা হাসি-আনন্দে,খাবারের বাহারে আর মেলার আনন্দময় উৎসবে পরিবার নিয়ে কেটে যাবে দিনটি। মেলায় সার্বিক সহযোগীতায় রয়েছে আইটি বিজ্ঞানী মো. জাকির হোসেন এর ডেটা গ্রুপ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.