ফ্লোরিডায় নব নির্মিত ফুটব্রিজ ভেঙে মৃত কমপক্ষে ৪

222

নিউজডেস্ক:ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চত্বরে নব নির্মিত ফুটব্রিজ ভেঙে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। বৃহস্পতিবার রাতে ৯৫০ টনের এই ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে ১০ জন। ব্রিজ ভেঙে একাধিক গাড়িও চাপা পড়ে গিয়েছে।636567309260319335-BRIDGE-COLLAPSE
শনিবার ৯৫০ টনের ব্রিজটির উদ্বোধন হয়েছিল। উদ্বোধনের ছয়দিনের মধ্যে ব্রিজটি কী ভাবে ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ব্রিজটি ইউনিভার্সিটির সঙ্গে সুইটওয়াটার শহরের মধ্যে সংযোগকারী হিসেবে ব্যবহার করা হত।gettyimages-932498312
ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন তিনি মিয়ামি-ড্যাড কান্ট্রি পুলিশ চিফের সঙ্গে কথা বলেছে। তিনি জানিয়েছেন, ইউনিভার্সিটি ছাড়ার পরে ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন এবং ইউনিভার্সিটির তরফে তাঁকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়। ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটকে থাকা গাড়িগুলিকে উদ্ধারের কাজ চলছে।
ইউভার্সিটির মুখপত্রও ঘটনাটি সম্পর্কে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন।


Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.