ফ্লোরিডায় ফোবানার তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

212
নিউজবিডিইউএস:যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামিতে শুক্রবার সন্ধ্যায় ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকান (ফোবানা) এর তিন দিনব্যাপী ৩১ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। 1507371884বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা মিয়ামিতে হোটেল হায়াৎ রিজেন্সিতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।FB_IMG_1507427784435

অনুষ্ঠানের শুরুতে আমেরিকা, কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ হোস্ট কমিটির প্রতিনিধিদের নিয়ে মঞ্চে দাঁড়িয়ে ‘মানবতার জন্য ঐক্য’ শিরোনামে ৩১তম ফোবানার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।1507371912

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ারটেকার সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়া উদ্দীন আহমেদ, ফোবানা ইসি কমিটির চেয়ারম্যান আজাদুল হক, একজিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি মোহাম্মাদ এমরান, হোষ্ট কমিটির প্রধান সমন্নয়কারী আতিকুর রহমান, হোষ্ট কমিটির প্রদান উপদেষ্টা আবদুল ওয়াহেদ মাহফুজ, হোষ্ট কমিটির চীফ প্যাট্রন নওশাদ চৌধুরী, হোস্ট কমিটির আহবায়ক এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান হাজী নিজাম চৌধুরী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর, উৎসব ডটকমের প্রধান নির্বাহী রায়হান জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সাংবাদিক শ্যামল দত্ত, প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আনীর চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে গানে গানে শুরু হয় প্রথম দিনের মূল আয়োজন। সঙ্গীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিনসহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থানায় ছিলেন হোস্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট এ বি এম গোলাম মোস্তফা, ইউনা ও সংবাদ উপস্থাপক তাসনীম মাহফুজ।(সুত্র:এনআরবি নিউজ)

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.