ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃগত ২৯শে জুলাই , ২০১৭ সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ (যুক্তরাষ্ট্র) দ্বিবার্শিক নির্বাচনে জয়নাল-সেন্টু- জাহাঙ্গীর পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। স্হানীয় অরল্যান্ডো শহরের আহমেদ রেষ্টুরেন্টে সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং রাত ৮ টাই শেষ হয়। সর্বমোট ১০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ৯৫ জন ভোটার। বেলা বাড়ার সাথে সাথে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ উত্তেজনা পরিলক্ষিত হয়। ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন | সম্পুর্ন্ন গণতান্ত্রিক পদ্দতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় | ভোট গণনা শেষ হয় রাত এগারোটা বেজে ত্রিশ মিনিটে | ততক্ষন পর্যন্ত বিপুল সংখক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় | নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপদেষ্ঠা পরিষদের সদস্য সৈয়দ মাসুম। উনাকে সহযোগিতা করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: সিরাজুল ইসলাম, ডা: মুরাদ খাঁন ঠাকুর , ইঞ্জিনিয়ার ইকবাল হায়দার ও মামুনুল আজম। শতকরা প্রায় ৬০ ভাগ ভোট পেয়ে জয়নাল -সেন্টু- জাহাঙ্গীর পরিষদ বিজয় লাভ করেন | আমাদের জানা মতে যুক্তরাষ্টের আর কোনো অঙ্গরাজ্যে এইরকম গণতান্ত্রিক ভাবে সুস্থ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যাই নি | এই নির্বাচন যুক্তরাষ্টের আওয়ামীলীগ এর ইতিহাসে স্বর্ণঅক্ষরে লিখা থাকবে | আর এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ এর উপদেষ্ঠা পরিষদের অক্লান্ত পরিশ্রম সবার মনে দাগ কেটেছে | জয়নাল-সেন্টু-জাহাঈীর পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়াণ রাজনীতিবিদ সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জয়নাল চৌধুরী । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরিয়তপুরের কৃতি সন্তান,শরীয়তপুর এর জিলা ছাত্রলীগ এর সাবেক ছাত্রনেতা, বংগবন্ধু পরিষদ শরীয়তপুর এর সভাপতি , ও শরীয়তপুর জিলাৰ নড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আনোয়ার হোসেন সেন্টু | সহ – সভাপতি নির্বাচিত হয়ছেন সিলেট জিলা বাংলাদেশ ছাত্রীলীগ এর সাবেক নেতা আজিজুর রহমান যিনি সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ এর প্রতিষ্ঠা সহ – সভাপতি সহ তিন তিনবার এই পদে ছিলেন। যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজিম উল্লাহ লিটন । তিনি চট্রগ্রামের রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ – সভাপতি ছিলেন ও বাংলাদেশ ছাত্রলীগ চট্ট্রগ্রাম মহানগর এর সাবেক নেতা । তারুণ্যনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে স্বপ্ন তা বাস্তবায়নে তরুণদের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন সেদিক থেকে নাজিম উল্লাহ লিটন ভোটারদের বেশ নজড় কেড়েছিলেন । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীয়তপুর এর কৃতি সন্তান শরীয়তপুর জিলা ছাত্রলীগ ও যুবলীগ এর সাবেক নেতা জাহাঙ্গীর সর্দার | কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর কৃতি সন্তান পটুয়াখালী বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক নেতা জালাল আহমেদ, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ এর সাবেক ছাত্রনেতা কনক রেজা। দলের প্রতি আনুগত্য,নীতি,আদর্শ ত্যাগ,পারিবারিক ঐতিহ্য, শিক্ষা এই বিষয় গুলোর উপর গুরুত্ব দেওয়ার কারণে এই প্যানেলটির জয়ের মূল কারণ মনে করছে সকলে। অপর পক্ষে মিলন- জসিম পরিষদে যারা প্রদপ্রার্থী তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের গুঞ্জন ছিল যা পরাজয়ের মূল কারন হিসাবে মনে করছে বিশ্লেষকরা। এই রায়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয় হয়েছে বলে নির্বাচিত প্রতিনিধিরা মনে করছেন।