‘বঙ্গবন্ধুর স্নেহধন্যরা তার হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছে’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্নেহধন্য অনেকেই আজ হীনস্বার্থ চরিতার্থের জন্য জাতির পিতার হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।’
মঙ্গলবার রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ইনডোর স্বাস্থ্য সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আদর্শচ্যুত নীতিহীন মানুষদের নিয়ে গড়া ঐক্যের প্রতি এদেশের জনগণের সায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’
নাসিম বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে এখানে কারচুপির কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে, যারা জনগণের সাথে ফাউল করবে তাদেরকে এদেশের জনগনই লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বের করে দেবে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আমিরুল হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ইনডোর স্বাস্থ্য সেবা কার্যক্রম ঘুরে দেখেন।